হোম > সারা দেশ > খুলনা

খুলনার সাবেক মেয়র ও তাঁর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, ইমিগ্রেশন অধিদপ্তরকে চিঠি

খুলনা প্রতিনিধি

আব্দুল খালেক ও হাবিবুন নাহার। ছবি: সংগৃহীত

খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক ও তাঁর স্ত্রী সাবেক উপমন্ত্রী হাবিবুন নাহারের বিদেশযাত্রা রহিত করতে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালককে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন খুলনা সমন্বিত জেলা কার্যালয়। এতে তাদের দেশত্যাগের ওপর আদালতের নিষেধাজ্ঞার আদেশ সংযুক্তি করা হয়। আজ বুধবার দুপুরে দুদকের অনুসন্ধান টিমের সদস্য, সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা রকিবুল ইসলাম এ কথা জানান। তিনি জানান, তিনি খুলনার সাবেক মেয়র ও তাঁর স্ত্রীর বিদেশযাত্রা রুখতে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দিয়েছেন। ১৭ মে এই চিঠি পাঠানো হয়।

সিটি করপোরেশনের সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক ও তাঁর স্ত্রী সাবেক উপমন্ত্রী হাবিবুন নাহারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুদক খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের পক্ষ থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে খুলনা মহানগর সিনিয়র স্পেশাল জজের আদালত ১৫ মে এই রায় দেন।

দুদকের অনুসন্ধান টিমের কর্মকর্তারা জানিয়েছেন, সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে ১৫ বছরে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য তিন সদস্যবিশিষ্ট অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। অভিযোগগুলো দুদকের অনুসন্ধানাধীন রয়েছে।

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় পুলিশের সোর্স সন্দেহে বাড়ি থেকে ডেকে যুবকের দুই হাতের কবজি কর্তন

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধের ঘটনায় তরুণী আটক

এনসিপি নেতা গুলিবিদ্ধ: রহস্য উদ্‌ঘাটনে এক তরুণীকে খুঁজছে পুলিশ

খুলনায় শ্রমিক শক্তি নেতা গুলিবিদ্ধের ঘটনায় জামায়াত সেক্রেটারির উদ্বেগ

খুলনায় গুলিবিদ্ধ এনসিপি নেতা শঙ্কামুক্ত