হোম > সারা দেশ > যশোর

আশ্রয় পেয়ে আত্মহারা

আনোয়ার হোসেন, মনিরামপুর

যশোরের মনিরামপুর উপজেলার ভরতপুর গ্রামে ভাইদের আশ্রয়ে থাকতেন সম্বলহীন বিধবা প্রতিবন্ধী সালেহা বেগম (৫০)। দুই ছেলে বিয়ে করে থাকেন শ্বশুরবাড়ি। তাঁরা মায়ের কোনো খোঁজ নেন না।

ভিক্ষা করে পেট চলে এই নারীর। স্বামী বেঁচে থাকতেও একই কাজ করতে হতো তাঁকে। উপজেলার মাচনা ভূমিহীন পল্লিতে নিজ নামে বরাদ্দ সরকারি জমিতে মুজিববর্ষের উপহার পাকা ঘর পেয়েছেন তিনি। মাথা গোঁজার স্থায়ী ঠিকানা পেয়ে যারপরনাই খুশি সালেহা।

একই পল্লিতে ঘর পেয়েছেন ভিক্ষুক গোলাম মোস্তফা। স্ত্রী শাহিদা বেগম ও মেয়ে বিউটি খাতুনও ভিক্ষা করেন। এই ভিক্ষুক পরিবার সিলেমপুর বাজারে সরকারি জমিতে খুপরিতে থাকতেন বহু বছর। সরকারি ঘর পেয়ে এই ভিক্ষুক পরিবার এখন লাখপতি।

স্বামীর সঙ্গে বিচ্ছেদ হওয়ায় উপজেলার ভরতপুর গ্রামে অন্যের আশ্রয়ে থেকে মেয়ে ফাতেমাকে নিয়ে ভিক্ষা করতেন আকলিমা বেগম। এখনো ভিক্ষা করেন মা-মেয়ে। মাচনা মৌজায় তাঁরাও পেয়েছেন পাকা বাড়ি।

একই পল্লিতে চার সন্তান ও স্ত্রীকে নিয়ে নতুন ঘরে উঠেছেন নানা রোগে আক্রান্ত আবু বক্কর ছিদ্দিক। বাবা ইসমাইল হোসেনের কিছু না থাকায় বেগমপুর গ্রামে মামাদের আশ্রয়ে থাকতেন তিনি।

ঘর পাওয়া সালেহা বলেন, ‘অন্যের দুয়ারে চেয়েচিন্তে পেট চলে। জীবনে অনেক কষ্ট করেছি। কোনো দিন ভাবিনি পাকা ঘর হবে। সেই ঘরে ঘুমাতে পারব। প্রধানমন্ত্রীর দয়ায় আমি পাকা ঘরে থাকছি। এখন আমার জমি হয়েছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে মনিরামপুরের ২৯২টি ভূমিহীন পরিবার পেয়েছে নিজের নামে দুই শতক জমি। সেখানে ১ লাখ ৭১ হাজার টাকায় একটি বারান্দা, টয়লেট, রান্নাঘরসহ রঙিন টিনের দুই কক্ষবিশিষ্ট পাকা বাড়ি নির্মিত হয়েছে।

গত শুক্রবার বিকেলে সরেজমিন মাচনা গুচ্ছগ্রামে গেলে এমনটি জানান ওই পল্লির বাসিন্দারা। ওই পল্লিতে ৬৪টি পরিবার ঘর পেয়েছে। মনিরামপুরে সরকারি জমিতে দুই ধাপে ২৯২টি পাকা ঘর নির্মিত হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু আব্দুল্লাহ বায়েজিদ বলেন, ‘মনিরামপুরে ভূমিহীনদের জন্য ২৯২টি ঘর নির্মাণ করা হয়েছে।’

মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ জাকির হাসান বলেন, ‘এখনো অনেকে ঘরের জন্য আবেদন করছেন। সেগুলো যাচাই–বাছাই করা হচ্ছে। সামনে ঘর বরাদ্দ এলে প্রকৃত দুস্থদের মাঝে বিতরণ করা হবে।’

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি