হোম > সারা দেশ > বাগেরহাট

বাগেরহাটে নানা আয়োজনে সুন্দরবন দিবস উদ্‌যাপিত

বাগেরহাট প্রতিনিধি

সুন্দরবন দিবস উপলক্ষে আজ শুক্রবার বাগেরহাটে শোভাযাত্রা বের করা হয়। ছবি: আজকের পত্রিকা

‘বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দরবনকে ভালোবাসুন’ স্লোগান নিয়ে বাগেরহাটে সুন্দরবন দিবস উদ্‌যাপন করা হয়েছে। আজ শুক্রবার বাগেরহাট প্রেসক্লাব ও সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে প্রেসক্লাবে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনার আয়োজন করা হয়। প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) কাজী মোহাম্মদ নুরুল করিম।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. শেখ ফরিদুল ইসলাম, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম, বাগেরহাট টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোল্লা মাসুদুল হক, সাংবাদিক শওকত আলী বাবু, আলী আকবর টুটুল, ইয়ামিন আলী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সুন্দরবন মুগ্ধতা ছড়ায় দিনরাত সারাক্ষণ। স্বতন্ত্র বাস্তুতন্ত্রের জন্য বিখ্যাত পৃথিবীর একক বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট এটি। রয়েল বেঙ্গল টাইগার, হরিণসহ কোটি প্রাণের আধার এই বনের সৌন্দর্য দেখতে প্রতিবছর লক্ষাধিক দর্শনার্থী আসেন। শত শত বছর ধরে ঝড়-জলোচ্ছ্বাসসহ নানা প্রাকৃতিক দুর্যোগ থেকে দক্ষিণাঞ্চলকে আগলে রাখা এই বন ধ্বংস হচ্ছে। বন রক্ষার জন্য ১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবসকে সরকারি স্বীকৃতি দেওয়া ও কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

২০০১ সাল থেকে প্রতিবছর ১৪ ফেব্রুয়ারি নানা আয়োজনে সুন্দরবন দিবস উদ্‌যাপন করে থাকে বাগেরহাট খুলনা ও সাতক্ষীরার বিভিন্ন সামাজিক সংগঠন।

খুলনা ওয়াসার দুর্নীতি: ঘুষে বন্ধ বকেয়া বিলের চাপ

‘স্যাক্রোলাইটিস’ রোগে আক্রান্ত: মেধাবী ছাত্রী আসফির বাঁচার আকুতি

খুলনার ৩৬ আসন: বেশি ঝুঁকিতে ৮৪২ কেন্দ্র

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার