হোম > সারা দেশ > যশোর

ঘেরের হাঁটুপানিতে পড়ে ছিল যুবকের লাশ

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

বাপ্পি রায়। ছবি: সংগৃহীত

যশোরের মনিরামপুরে একটি মাছের ঘেরের হাঁটুপানি থেকে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত মধ্যরাতে উপজেলার হরিদাসকাটি ইউনিয়নের বাহিরডাঙ্গা এলাকার নিজেদের মাছের ঘের থেকে থানা-পুলিশ যুবকের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

এর আগে রাত ৮টার দিকে স্বজনেরা ঘেরে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

নিহত যুবকের নাম বাপ্পি রায় (২৭)। তিনি ওই গ্রামের কার্তিক রায়ের ছেলে।

পুলিশের ধারণা, ঘেরে মাছ মারতে গিয়ে মস্তিষ্কে রক্তক্ষরণে বাপ্পির মৃত্যু হয়েছে।

বাপ্পির বন্ধু দীপু মণ্ডল বলেন, ‘বাপ্পির সঙ্গে আমার বেশ চলাফেরা ছিল। এক বছর আগে ও বিয়ে করে সংসারী হয়েছে। শুক্রবার রাতে বাপ্পির লাশ উদ্ধারের খবর শুনে ছুটে গিয়েছি। ঘটনাস্থলে গিয়ে জানতে পারলাম শুক্রবার সকালে মায়ের সঙ্গে বাপ্পির মনোমালিন্য হয়েছে। এরপর বাড়ি থেকে বেরিয়ে এসে সে এলাকায় ঘোরাঘুরি করেছে। বেলা ১টার দিকে ফিরে বাড়ির পাশে নিজেদের মাছের ঘেরে মাছ ধরতে যায় বাপ্পি। পরে আর ফিরে আসেনি। সন্ধ্যা পার হয়ে যাওয়ায় স্বজনেরা তাঁকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রাত ৮টার দিকে ওই ঘেরের হাঁটুপানিতে বাপ্পির ভাসমান লাশ পাওয়া গেছে। বাপ্পির মৃত্যুটি আমাদের কাছে রহস্যজনক মনে হচ্ছে।’

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। ছেলেটি দুপুরের দিকে ঘেরে কই মাছ ধরতে যায়। পরে রাতে ঘেরে তার লাশ পাওয়া গেছে।’

ওসি বলেন, নিহতের দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিক ধারণা করা হচ্ছে, ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ