হোম > সারা দেশ > খুলনা

খুলনায় শীতের সবজির সরবরাহ বেশ, তবু দাম চড়া

খুলনা প্রতিনিধি

খুলনার বাজারে মৌসুমের শুরুতেই শীতকালীন সবজির সরবরাহ ভালো থাকলেও দাম কমেনি, ক্রেতা সাধারণের নাগালের বাইরেই রয়েছে।

এছাড়া এক সপ্তাহের ব্যবধানে চিনির দাম কেজিতে ২৫ টাকা, দেশি মসুর ডাল কেজিতে ২০ টাকা ও খোলা সয়াবিন তেল লিটারে ১০ টাকা বেড়েছে।

তবে উল্টো দাবি করছেন বিক্রেতারা। তারা বলছেন, সবজির সরবরাহ কমেছে। কারণ, ঘূর্ণিঝড়ে খেতের ক্ষতি হয়েছে।

শেখপাড়া কাঁচাবাজারের বিক্রেতা মো. হাকিম বলেন, সিত্রাংয়ের কারণে সবজিখেত ক্ষতিগ্রস্ত হওয়ায় সরবরাহ কম রয়েছে। তাই বেশি দামে সবজি বিক্রি করতে হচ্ছে। 

খাদ্যদ্রব্যের দাম এভাবে বেড়ে যাওয়ায় সংসার চালাতে হিমশিম খাচ্ছেন বলে জানান মনিরুজ্জামান নামে এক ব্যক্তি। তিনি বলেন, ‘নিত্যপণ্যের দাম প্রতিনিয়ত বাড়ছে, কিন্তু আয় বাড়ছে না। এতে আমার সংসার চালানো কঠিন হয়ে পড়ছে। বাজার নিয়ন্ত্রণে আমি প্রশাসনের নজরদারি বৃদ্ধির দাবি জানাচ্ছি।’ 

এ বিষয়ে খুলনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মো. মোসাদ্দেক হোসেন বলেন, ঘূর্ণিঝড়ে সবজির তেমন ক্ষতি হয়নি। যতটুকু ক্ষতি হয়েছে তার জন্য পণ্যের দাম বাড়ার কথা নয়। মূলত একশ্রেণির অসাধু ব্যবসায়ী পণ্যের দাম বাড়িয়েছেন। 

জেলা কৃষি বিপণন কর্মকর্তা শাহরিয়া আকুঞ্জি বলেন, কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা লাভের আশায় বিভিন্ন পণ্যের দাম বেশি রাখছেন। খাদ্যদ্রব্যের দাম নিয়ন্ত্রণে বাজারে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। 

খুলনা মহানগরীর শেখপাড়া কাঁচাবাজারের বিক্রেতা সজীব বলেন, গত এক সপ্তাহের ব্যবধানে খুলনার বাজারে চিনির দাম কেজিতে ২৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১০৫ টাকায়। দেশি মসুর ডাল কেজিতে ২০ টাকা বেড়ে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া খোলা সয়াবিন তেল লিটারে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। তবে চালের দাম স্থিতিশীল রয়েছে।

 

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি