হোম > সারা দেশ > খুলনা

খুলনায় শীতের সবজির সরবরাহ বেশ, তবু দাম চড়া

খুলনা প্রতিনিধি

খুলনার বাজারে মৌসুমের শুরুতেই শীতকালীন সবজির সরবরাহ ভালো থাকলেও দাম কমেনি, ক্রেতা সাধারণের নাগালের বাইরেই রয়েছে।

এছাড়া এক সপ্তাহের ব্যবধানে চিনির দাম কেজিতে ২৫ টাকা, দেশি মসুর ডাল কেজিতে ২০ টাকা ও খোলা সয়াবিন তেল লিটারে ১০ টাকা বেড়েছে।

তবে উল্টো দাবি করছেন বিক্রেতারা। তারা বলছেন, সবজির সরবরাহ কমেছে। কারণ, ঘূর্ণিঝড়ে খেতের ক্ষতি হয়েছে।

শেখপাড়া কাঁচাবাজারের বিক্রেতা মো. হাকিম বলেন, সিত্রাংয়ের কারণে সবজিখেত ক্ষতিগ্রস্ত হওয়ায় সরবরাহ কম রয়েছে। তাই বেশি দামে সবজি বিক্রি করতে হচ্ছে। 

খাদ্যদ্রব্যের দাম এভাবে বেড়ে যাওয়ায় সংসার চালাতে হিমশিম খাচ্ছেন বলে জানান মনিরুজ্জামান নামে এক ব্যক্তি। তিনি বলেন, ‘নিত্যপণ্যের দাম প্রতিনিয়ত বাড়ছে, কিন্তু আয় বাড়ছে না। এতে আমার সংসার চালানো কঠিন হয়ে পড়ছে। বাজার নিয়ন্ত্রণে আমি প্রশাসনের নজরদারি বৃদ্ধির দাবি জানাচ্ছি।’ 

এ বিষয়ে খুলনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মো. মোসাদ্দেক হোসেন বলেন, ঘূর্ণিঝড়ে সবজির তেমন ক্ষতি হয়নি। যতটুকু ক্ষতি হয়েছে তার জন্য পণ্যের দাম বাড়ার কথা নয়। মূলত একশ্রেণির অসাধু ব্যবসায়ী পণ্যের দাম বাড়িয়েছেন। 

জেলা কৃষি বিপণন কর্মকর্তা শাহরিয়া আকুঞ্জি বলেন, কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা লাভের আশায় বিভিন্ন পণ্যের দাম বেশি রাখছেন। খাদ্যদ্রব্যের দাম নিয়ন্ত্রণে বাজারে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। 

খুলনা মহানগরীর শেখপাড়া কাঁচাবাজারের বিক্রেতা সজীব বলেন, গত এক সপ্তাহের ব্যবধানে খুলনার বাজারে চিনির দাম কেজিতে ২৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১০৫ টাকায়। দেশি মসুর ডাল কেজিতে ২০ টাকা বেড়ে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া খোলা সয়াবিন তেল লিটারে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। তবে চালের দাম স্থিতিশীল রয়েছে।

 

জামায়াতের কৃষ্ণের চ্যালেঞ্জ অনেক

প্রতিবেশীর বাড়ি থেকে শিশুর মরদেহ উদ্ধার: হত্যাকারীর ফাঁসির দাবিতে সড়ক অবরোধ

‘আদালতে হাজিরা দিতে এসে লাশ হয়ে ফিরলে কার কাছে বিচার চাইব’

খুলনায় জোড়া খুন: আসামিদের ভয়ে সন্ত্রস্ত পরিবার, পুলিশের মামলা অজ্ঞাতনামাদের বিরুদ্ধে

পূর্ব সুন্দরবনে অভয়ারণ্যের খালে মাছ ধরার অভিযোগে ১০ জেলে গ্রেপ্তার

গল্লামারী সেতুর নির্মাণকাজ দ্রুত সম্পন্নের দাবিতে ১ ঘণ্টা ‘অচল কর্মসূচি’

খুলনায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

খুলনায় জোড়া হত্যা: বিলুপ্ত ‘ইহুদি’ বাহিনীর সদস্য আটক

ক্ষমতায় না গিয়েও অনেকে প্রশাসনিক ক্যুর চেষ্টা করছে: জামায়াত আমির

রাষ্ট্রদ্রোহ মামলায় খুলনা বারের সাবেক সভাপতি কারাগারে