হোম > সারা দেশ > খুলনা

এমপিদের মাথা কেটে নেওয়ার হুমকি, পিতা-পুত্র আটক

প্রতিনিধি, দেবহাটা (সাতক্ষীরা)

সাতক্ষীরা-২ এবং সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্যদের মাথা কেটে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় পিতা-পুত্রকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আজ বুধবার তাঁদেরকে আটক করা হয়। 

আটককৃতরা হলেন-দেবহাটা উপজেলার বালিয়াডাঙ্গা নামক গ্রামের মৃত ইমান আলী মোল্লার ছেলে মনিরুল ইসলাম (৪৫) ও তাঁর ছেলে নুরুল ইসলাম (২১)। 

জানা গেছে, ফেসবুকে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক আ. ফ. ম রুহুল হক এমপি এবং সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে ফেসবুকে হত্যার হুমকি দিয়ে একটি পোস্ট করা হয়। এ ঘটনায় সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে সন্দেহভাজন হিসেবে ওই পিতা-পুত্রকে আটক করে। এসময় তাঁদের কাছ থেকে প্রায় ১০৮টি সিম উদ্ধার করা হয়।

উল্লেখ্য, মনিরুল ইসলাম পেশায় মসজিদের একজন ইমাম ছিলেন। বর্তমানে তিনি বিভিন্ন ঝাড়ফুঁক তাবিজ দেন বিভিন্ন মানুষকে। তাঁর ছেলে নুরুল ইসলাম ইউসুফ মানসিক সমস্যায় কিছুদিন পূর্বে তিনি পাবনা পাগলা গারদে ছিলেন বলেও সূত্রে জানা যায়।

সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই এমপিকে হুমকি দেওয়ার ঘটনায় পিতা-পুত্র আটক হয়েছেন। তবে বিষয়টি নিয়ে প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা