হোম > সারা দেশ > খুলনা

এমপিদের মাথা কেটে নেওয়ার হুমকি, পিতা-পুত্র আটক

প্রতিনিধি, দেবহাটা (সাতক্ষীরা)

সাতক্ষীরা-২ এবং সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্যদের মাথা কেটে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় পিতা-পুত্রকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আজ বুধবার তাঁদেরকে আটক করা হয়। 

আটককৃতরা হলেন-দেবহাটা উপজেলার বালিয়াডাঙ্গা নামক গ্রামের মৃত ইমান আলী মোল্লার ছেলে মনিরুল ইসলাম (৪৫) ও তাঁর ছেলে নুরুল ইসলাম (২১)। 

জানা গেছে, ফেসবুকে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক আ. ফ. ম রুহুল হক এমপি এবং সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে ফেসবুকে হত্যার হুমকি দিয়ে একটি পোস্ট করা হয়। এ ঘটনায় সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে সন্দেহভাজন হিসেবে ওই পিতা-পুত্রকে আটক করে। এসময় তাঁদের কাছ থেকে প্রায় ১০৮টি সিম উদ্ধার করা হয়।

উল্লেখ্য, মনিরুল ইসলাম পেশায় মসজিদের একজন ইমাম ছিলেন। বর্তমানে তিনি বিভিন্ন ঝাড়ফুঁক তাবিজ দেন বিভিন্ন মানুষকে। তাঁর ছেলে নুরুল ইসলাম ইউসুফ মানসিক সমস্যায় কিছুদিন পূর্বে তিনি পাবনা পাগলা গারদে ছিলেন বলেও সূত্রে জানা যায়।

সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই এমপিকে হুমকি দেওয়ার ঘটনায় পিতা-পুত্র আটক হয়েছেন। তবে বিষয়টি নিয়ে প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার