হোম > সারা দেশ > যশোর

বেনাপোল সীমান্তে জাল নোটসহ আটক ২ 

বেনাপোল (যশোর) প্রতিনিধি

যশোরের বেনাপোল সীমান্তের আমড়াখালী বিজিবি চেকপোস্ট থেকে ১৭ হাজার টাকার জাল নোটসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার ভোরে তাঁদের আটক করা হয়। 

আটক যুবকেরা হলেন বেনাপোল পোর্ট থানার পাটবাড়ী গ্রামের আবু বক্কারের ছেলে আলমগীর হোসেন ও একই গ্রামের নাসির উদ্দিনের ছেলে সাব্বির হোসেন। 

যশোর ৪৯-ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমড়াখালী চেকপোস্টের টহল দল বেনাপোল থেকে যশোরগামী একটি মোটরসাইকেল তল্লাশি করে। এ সময় তাঁদের কাছে থাকা ব্যাগের মধ্য থেকে ১৭ হাজার টাকার জাল নোট পাওয়া যায়। এ সময় অভিযুক্ত দুজনকে আটক করা হয়। 

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জাল টাকার ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে বলে স্বীকার করেন। এ ছাড়া জাল নোট ব্যবসায় ব্যবহৃত দুটি মোবাইল ও মোটরসাইকেল জব্দ করা হয়। যার মোট বাজার মূল্য ১ লাখ ৯৮ হাজার ৫০০ টাকা। জব্দ জাল নোটসহ তাঁদের শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ