হোম > সারা দেশ > খুলনা

ডুমুরিয়ায় র‍্যাবের অভিযানে ভুয়া ডাক্তার গ্রেপ্তার 

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি

খুলনার ডুমুরিয়া উপজেলার চেঁচুড়ী থেকে বিশ্বজিৎ বিশ্বাস (৫২) নামে এক ভুয়া ডাক্তার পদবিধারী ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। গতকাল মঙ্গলবার রাতে তাঁকে ডুমুরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। 

গ্রেপ্তার বিশ্বজিৎ বিশ্বাস ডুমুরিয়া থানার বাসিন্দা। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬-এর (স্পেশাল কোম্পানি) একটি অভিযানকারী দল তথ্য পায়, ডুমুরিয়া উপজেলার চেঁচুড়ি গ্রামে বিশ্বজিৎ বিশ্বাসের ‘রানা হোমিও ক্লিনিক’-এ ভুয়া ডাক্তার পদবি ব্যবহার করে ভুল চিকিৎসা দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, বিশ্বজিৎ বিশ্বাস ক্যানসার, নারী ও শিশু রোগসহ সব রোগের চিকিৎসা দেয়, রোগীর হাতের রেখা দেখে ও বাটি চালানের মাধ্যমে নানা রকম ওষুধ দেয়। এই প্রতারণার মাধ্যমে রোগীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন তিনি। 

বিষয়টি নজরে এলে র‍্যাব-৬ গোয়েন্দা তৎপরতা শুরু করে। ভুয়া ডাক্তারকে আইনের আওতায় আনতে র‍্যাব-৬-এর (স্পেশাল কোম্পানি) খুলনার একটি অভিযানকারী দল ওই ক্লিনিকে অভিযান পরিচালনা করে। এ সময় বিশ্বজিৎ বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁর কাছ থেকে বিভিন্ন ধরনের চিকিৎসা সরঞ্জাম জব্দ করা হয়। 

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল রাতে আসামির বিরুদ্ধে মামলা রুজু করা হয়। একই সঙ্গে জব্দকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামিকে ডুমুরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার