হোম > সারা দেশ > খুলনা

ডুমুরিয়ায় র‍্যাবের অভিযানে ভুয়া ডাক্তার গ্রেপ্তার 

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি

খুলনার ডুমুরিয়া উপজেলার চেঁচুড়ী থেকে বিশ্বজিৎ বিশ্বাস (৫২) নামে এক ভুয়া ডাক্তার পদবিধারী ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। গতকাল মঙ্গলবার রাতে তাঁকে ডুমুরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। 

গ্রেপ্তার বিশ্বজিৎ বিশ্বাস ডুমুরিয়া থানার বাসিন্দা। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬-এর (স্পেশাল কোম্পানি) একটি অভিযানকারী দল তথ্য পায়, ডুমুরিয়া উপজেলার চেঁচুড়ি গ্রামে বিশ্বজিৎ বিশ্বাসের ‘রানা হোমিও ক্লিনিক’-এ ভুয়া ডাক্তার পদবি ব্যবহার করে ভুল চিকিৎসা দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, বিশ্বজিৎ বিশ্বাস ক্যানসার, নারী ও শিশু রোগসহ সব রোগের চিকিৎসা দেয়, রোগীর হাতের রেখা দেখে ও বাটি চালানের মাধ্যমে নানা রকম ওষুধ দেয়। এই প্রতারণার মাধ্যমে রোগীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন তিনি। 

বিষয়টি নজরে এলে র‍্যাব-৬ গোয়েন্দা তৎপরতা শুরু করে। ভুয়া ডাক্তারকে আইনের আওতায় আনতে র‍্যাব-৬-এর (স্পেশাল কোম্পানি) খুলনার একটি অভিযানকারী দল ওই ক্লিনিকে অভিযান পরিচালনা করে। এ সময় বিশ্বজিৎ বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁর কাছ থেকে বিভিন্ন ধরনের চিকিৎসা সরঞ্জাম জব্দ করা হয়। 

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল রাতে আসামির বিরুদ্ধে মামলা রুজু করা হয়। একই সঙ্গে জব্দকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামিকে ডুমুরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার