হোম > সারা দেশ > খুলনা

খুলনায় স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ: গ্রেপ্তার আরও ১

খুলনা প্রতিনিধি

খুলনার শিরোমণি এলাকায় স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের ঘটনায় সজীব ওরফে জীবন নামের আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে মাদারীপুর থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এই নিয়ে মামলার এজাহারভুক্ত সকল আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর মো. শাহরিয়ার জানান, শিরোমণির তেঁতুলতলা রেলক্রসিংয়ের পাশে কামরুলের গ্যারেজে গত ১৮ মার্চ রাত সোয়া ৯টায় ধর্ষণের ঘটনা ঘটে। রাতে কামরুলের গ্যারেজের সামনে দিয়ে যাচ্ছিলেন ওই দম্পতি। এ সময় ৪-৫ জন লোক তাদেরকে জোর করে গ্যারেজে নিয়ে যায়। এরপর স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ করে। 

মো. শাহরিয়ার বলেন, সজীব একেক সময় একেক স্থানে অবস্থান নেয়। উন্নত প্রযুক্তির সহায়তায় তাঁকে গোপালগঞ্জ ও মাদারীপুর সীমানা থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।

এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে খানজাহান আলী থানায় চারজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ঘটনার দিন রাতে গ্যারেজ মালিক কামরুলকে গ্রেপ্তার করা হয়। গত ২১ মার্চ (সোমবার) এজাহারভুক্ত সুমন ও আলামিনকে র‍্যাব গ্রেপ্তার করে। 

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার