হোম > সারা দেশ > মেহেরপুর

গাংনীর হৃদয় হত্যার মামলায় ২ আসামি গ্রেপ্তার

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

গ্রেপ্তার দুই আসামি। ছবি: সংগৃহীত

মেহেরপুরের গাংনীতে হৃদয় হোসেন (২৪) হত্যা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মশাউড়া গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন রামনগর গ্রামের মো. আজাদ আলীর ছেলে জান্নাত হোসেন (৩৮) এবং একই গ্রামের মো. ছাদিমানের ছেলে বিপুল হোসেন (৪২)।

র‍্যাব-১২, সিপিসি-৩, মেহেরপুর গাংনী ক্যাম্পের কর্মকর্তা মো. এনামুল হকের গতকাল বৃহস্পতিবার রাতে পাঠানো বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার দুপুরে উপজেলার রামনগর গ্রামের একজন তাঁর ট্রাক্টরটি চরগোয়ালগ্রাম ঈদগাহ মাঠের সামনে দিয়ে চালিয়ে যাচ্ছিলেন। এ সময় ধাক্কা লেগে চরগোয়ালগ্রাম কেন্দ্রীয় গোরস্থানের গেট ভেঙে যায়। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আপস-মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। একপর্যায়ে কথা-কাটাকাটি হলে দুই গ্রামবাসীর মধ্যে সংঘাতের সৃষ্টি হয়। এ সময় জান্নাত, বিপুলসহ কয়েকজন হৃদয়কে ব্যাপক মারধর করে। স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ঘটনায় নিহত হৃদয়ের বাবা বাদী হয়ে গাংনী থানায় মামলা করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়ার দৌলতপুর থানার মশাউড়া এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি জান্নাত হোসেন ও ২ নম্বর আসামি বিপুল হোসেনকে গ্রেপ্তার করে। দুজনকেই গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনার পর থেকে তাঁরা পলাতক ছিলেন।

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা