হোম > সারা দেশ > খুলনা

‘শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলা করা প্রয়োজন’

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে লেখাপড়া যেমন প্রয়োজন, অনুরূপভাবে খেলাধুলা করা প্রয়োজন। খেলাধুলার মাধ্যমে শারীরিক সুস্থতা লাভ করা যায়। শারীরিকভাবে অসুস্থ থাকলে জীবনে সফলতা অর্জন করা যায় না। দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি ক্রীড়াবিদেরা সারা পৃথিবীর সামনে তুলে ধরতে পারেন।

আজ শনিবার সকালে খুলনার দৌলতপুর সরকারি ব্রজলাল কলেজের (বিএল কলেজ) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিটি মেয়র বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার স্বাধীনতার জন্য রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছেন। স্বাধীনতার পরে শহিদ শেখ কামাল আবাহনী ক্লাব প্রতিষ্ঠার মাধ্যমে আধুনিক ফুটবল খেলা চালু করেন। আধুনিক ক্রীড়াজগতে প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের অবদান অনেক। এই সরকারের আমলেই আমরা ১৯৯৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে প্রবেশ করি।’

তিনি আরও বলেন, খুলনা শহরকে তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তোলার জন্য ময়ূর নদসহ ২২টি খাল খননের কাজ এবং জলাবদ্ধতা নিরসনের জন্য খুলনার ড্রেনেজের কাজও চলমান রয়েছে। এ ছাড়া নগরীর ৩১টি ওয়ার্ডের ৪৮১টি রাস্তার উন্নয়নকাজ ইতিমধ্যে শেষ হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনার জন্য ৩৯১ কোটি টাকার প্রকল্প বস্তবায়িত হয়েছে।

খুলনা সরকারি ব্রজলাল কলেজের অধ্যক্ষ প্রফেসর শরীফ আতিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপাধ্যক্ষ প্রফেসর মো. তবিবার রহমান, ছাত্রসংসদের ভারপ্রাপ্ত অধ্যাপক প্রফেসর সমীর কুমার দেব, কলেজ ছাত্রলীগের সভাপতি মো. রাকিব মোড়ল এবং সাধারণ সম্পাদক নিশাত ফেরদৌস অনি বক্তৃতা করেন।

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় পুলিশের সোর্স সন্দেহে বাড়ি থেকে ডেকে যুবকের দুই হাতের কবজি কর্তন

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধের ঘটনায় তরুণী আটক

এনসিপি নেতা গুলিবিদ্ধ: রহস্য উদ্‌ঘাটনে এক তরুণীকে খুঁজছে পুলিশ

খুলনায় শ্রমিক শক্তি নেতা গুলিবিদ্ধের ঘটনায় জামায়াত সেক্রেটারির উদ্বেগ

খুলনায় গুলিবিদ্ধ এনসিপি নেতা শঙ্কামুক্ত