হোম > সারা দেশ > নড়াইল

অনলাইনে দামি ব্যান্ডের কম্বল বিক্রির নামে প্রতারণা, ২ সহোদর গ্রেপ্তার

নড়াইল প্রতিনিধি

নড়াইল জেলার কালিয়ায় থেকে অনলাইনে দামি ব্যান্ডের কম্বল বিক্রির নামে টাকা আত্মসাতের অভিযোগে দুই সহোদরকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ মঙ্গলবার ভোরে তাঁদেরকে যাদবপুর গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় নয়টি মোবাইল ফোন, ১৬টি সিম জব্দ করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন মো. শাহজালাল শেখ (২৭) ও মো. শাহজামান শেখ (২৩)। তাঁরা যাদবপুর গ্রামের আ. কুদ্দুস শেখের ছেলে।

আজ মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার মো. মেহেদী হাসান নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের জানান, গ্রেপ্তার দুই প্রতারক ‘ইলোরা ফ্যাশন’ নামের ফেসবুক পেজে ১ হাজার ৫৫০ টাকায় বিভিন্ন নামি দামি ব্যান্ডের কম্বল কেনা যাবে, এমন অফার দিয়ে বিজ্ঞাপন দিয়েছিলেন। ওই বিজ্ঞাপন দেখে রেজওয়ান সিদ্দিক ইমরান নামের এক ব্যক্তি বেশ কয়েকটি কম্বল কেনার জন্য অর্ডার দেন।

অনলাইন পেজটি থেকে রেজওয়ান সিদ্দিকিকে বলা হয় পণ্য হাতে পাওয়ার আগে সব টাকা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পরিশোধ করতে হবে। এরপর রেজওয়ান নগদ অ্যাকাউন্টের মাধ্যমে ২৭ হাজার ৯০০ টাকা তাঁদের পাঠায়। পরবর্তীতে প্রতারক চক্রটি ওই ব্যক্তিকে কম্বল সরবরাহ করেনি এবং মোবাইল ফোনও রিসিভ করেনি।

এ ঘটনায় ওই ব্যক্তি নড়াইল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই সহোদরকে গ্রেপ্তার করে।

ওই চক্রটি ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন ব্যক্তিদের কাছ থেকে একইভাবে ২৩ লাখ ৪৫ হাজার ৫৪৬ টাকা প্রতারণা করে হাতিয়ে নিয়েছেন। তাঁদের নামে ২০১৮ সালে ঢাকার কোতয়ালী থানায় এবং ২০২২ সালে হাজারীবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে পৃথক দুটি মামলা আছে।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, মো. দোলন মিয়া, ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছাব্বিরুল আলম, নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা