হোম > সারা দেশ > খুলনা

৪ দশকেও ইবিতে নেই মনোরোগ বিশেষজ্ঞ

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ৪৩ বছর আগে প্রতিষ্ঠা করা হলেও নেই কোনো মনোরোগ বিশেষজ্ঞ। তবে চার দশকের বেশি সময় পর গত মঙ্গলবার একজন মনোরোগ বিশেষজ্ঞ নিয়োগের ব্যাপারে প্রাথমিক কার্যক্রম শেষ করেছে প্রশাসন। 

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে মোট শিক্ষার্থী রয়েছেন ১৭ হাজার ৬৮৯ জন। এত বিপুলসংখ্যক শিক্ষার্থীর কারও মানসিক চিকিৎসার প্রয়োজন হলে বাইরের ক্লিনিকগুলোতে যেতে হয়। অনেকে উপযুক্ত চিকিৎসা না পেয়ে জটিল সমস্যায় ভুগছেন। অন্যদিকে, গত পাঁচ বছরে বিশ্ববিদ্যালয়ের ৯ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। মানসিক চাপ, হতাশা, অর্থনৈতিক দুরবস্থাসহ নানামুখী চাপ থেকে মুক্তির আশায় ওই সব শিক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। ৯ জন শিক্ষার্থী আত্মহত্যা করলেও আত্মহত্যা প্রতিরোধে সচেতনতামূলক কোনো কর্মসূচি গ্রহণ করেনি কর্তৃপক্ষ। বর্তমানে শিক্ষার্থীরা আত্মহত্যা প্রতিরোধে নিয়মিত কাউনসেলিং, সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ ও অন্তত দুজন মনোরোগ বিশেষজ্ঞ নিয়োগের দাবি জানিয়েছেন। 

বিশেষজ্ঞরা জানিয়েছেন, বর্তমান প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হলে কাউনসেলিং কর্মকর্তা প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে দরকার অন্তত দুজন মনোরোগ বিশেষজ্ঞ। তাহলে বিশ্ববিদ্যালয়ের কমিউনিটির মানসিক স্বাস্থ্যসেবা ভারসাম্য পাবে। এ ছাড়া প্রশাসনের উদ্যোগে নিয়মিত কাউন্সেলিং সেশন করা উচিত। একই সঙ্গে শিক্ষার্থীদের নিজের মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দিতে হবে। 

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, আসলে বিশ্ববিদ্যালয়গুলো হাজার হাজার শিক্ষার্থী ভর্তি করিয়ে রাজা ভাবে। মানসম্মত স্বাস্থ্যসেবা না দিতে পারলে এই শিক্ষার মূল্য নেই। গত পাঁচ বছরে ৯ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। এর দায় কিছুটা হলেও ইবি প্রশাসনের আছে। করোনা-পরবর্তী সময়ে মানসিক সমস্যা প্রকট হয়েছে। তাই মানসিক স্বাস্থ্যসেবার জন্য মনোরোগ বিশেষজ্ঞ নিয়োগ করতে হবে। 

ইবি চিকিৎসাকেন্দ্রের উপপ্রধান মেডিকেল অফিসার ডা. নজরুল ইসলাম বলেন, ‘আমরা একজন মনোরোগ বিশেষজ্ঞ নিয়োগের প্রাথমিক কার্যক্রম শেষ করে প্রশাসনের কাছে একটা নোট পাঠিয়ে দিয়েছি। আগামী সিন্ডিকেটে অনুমোদন হয়ে যাবে। তবে বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থী হতাশায় ভুগছেন, তাঁদের বিপরীতে একজন মনোরোগ বিশেষজ্ঞ অপ্রতুল। আপাতত একজনকে নিয়োগ দেওয়া হোক, সামনে আরও হবে।’ 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্র থেকে বিশেষজ্ঞ নিয়োগের একটা নোট পাঠিয়েছে। সেখান থেকে যাচাইবাছাই করে নিয়োগ দেওয়া হবে।

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার