হোম > সারা দেশ > খুলনা

‘সহিংসতা বন্ধ না হলে আ.লীগের নেতা-কর্মীদের মধ্যে গৃহযুদ্ধের রূপ নেবে’

মেহেরপুর প্রতিনিধি

‘মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর) আসনে নির্বাচনী সহিংসতা ছড়িয়ে পড়েছে। নেতা-কর্মীরা ভয়ে থানায় গিয়ে মামলা করতে পারছেন না। রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ বিভাগকে জানিয়েও কাজ হচ্ছে না। এভাবে চলতে থাকলে এ জেলায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে গৃহযুদ্ধের রূপ নেবে। আশঙ্কা আছে রক্তক্ষয়ী সংঘর্ষেরও।’

আজ মঙ্গলবার দুপুরে মেহেরপুর-১ আসনে পরাজিত স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। তিনি বলেন, ‘ভোট হয়ে গেলে জয়ী প্রার্থী সকলকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করে। যাতে নির্বাচনপরবর্তী সহিংসতা না হয়। কিন্তু এ আসনে ব্যতিক্রম দেখা যাচ্ছে। মেহেরপুর ছাড়া আর কোনো জেলায় নির্বাচনী সহিংসতা নেই।’

নির্বাচনের ফল নিয়ে সন্তুষ্ট কিনা এমন প্রশ্নের জবাবে পরাজিত এই প্রার্থী বলেন, ‘নির্বাচন শেষ হওয়ার মাত্র ২০ মিনিটের মধ্যে একটি কেন্দ্রের ফল ঘোষণা করা হচ্ছে। তাতে বোঝাই যায় ভোট গণনা যথারীতি না করে ফল ঘোষণা করা হয়েছে।’

আব্দুল মান্নান আরও বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী কেউ জিতে এলে তাকে বরণ করে নেওয়া হবে নেত্রীর এমন নির্দেশেই আমি ভোটে প্রার্থী হয়েছিলাম। আমরা নেতা-কর্মীরা চেষ্টা করেছি এখানে একটি আন্তর্জাতিক মানের নির্বাচন করার। কিন্তু জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন পুরো নির্বাচন সাজিয়ে রেখেছিলেন, তার বাইরে আমরা বের হতে পারিনি।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মিয়াজান আলী, আব্দুল মান্নান ছোট্ট, পৌর মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটনসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা