হোম > সারা দেশ > খুলনা

‘সহিংসতা বন্ধ না হলে আ.লীগের নেতা-কর্মীদের মধ্যে গৃহযুদ্ধের রূপ নেবে’

মেহেরপুর প্রতিনিধি

‘মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর) আসনে নির্বাচনী সহিংসতা ছড়িয়ে পড়েছে। নেতা-কর্মীরা ভয়ে থানায় গিয়ে মামলা করতে পারছেন না। রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ বিভাগকে জানিয়েও কাজ হচ্ছে না। এভাবে চলতে থাকলে এ জেলায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে গৃহযুদ্ধের রূপ নেবে। আশঙ্কা আছে রক্তক্ষয়ী সংঘর্ষেরও।’

আজ মঙ্গলবার দুপুরে মেহেরপুর-১ আসনে পরাজিত স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। তিনি বলেন, ‘ভোট হয়ে গেলে জয়ী প্রার্থী সকলকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করে। যাতে নির্বাচনপরবর্তী সহিংসতা না হয়। কিন্তু এ আসনে ব্যতিক্রম দেখা যাচ্ছে। মেহেরপুর ছাড়া আর কোনো জেলায় নির্বাচনী সহিংসতা নেই।’

নির্বাচনের ফল নিয়ে সন্তুষ্ট কিনা এমন প্রশ্নের জবাবে পরাজিত এই প্রার্থী বলেন, ‘নির্বাচন শেষ হওয়ার মাত্র ২০ মিনিটের মধ্যে একটি কেন্দ্রের ফল ঘোষণা করা হচ্ছে। তাতে বোঝাই যায় ভোট গণনা যথারীতি না করে ফল ঘোষণা করা হয়েছে।’

আব্দুল মান্নান আরও বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী কেউ জিতে এলে তাকে বরণ করে নেওয়া হবে নেত্রীর এমন নির্দেশেই আমি ভোটে প্রার্থী হয়েছিলাম। আমরা নেতা-কর্মীরা চেষ্টা করেছি এখানে একটি আন্তর্জাতিক মানের নির্বাচন করার। কিন্তু জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন পুরো নির্বাচন সাজিয়ে রেখেছিলেন, তার বাইরে আমরা বের হতে পারিনি।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মিয়াজান আলী, আব্দুল মান্নান ছোট্ট, পৌর মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটনসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১

মাথায় আঘাত ও বালিশচাপায় মাকে হত্যা, ৬ লাখ টাকা নিয়ে ছেলে উধাও