হোম > সারা দেশ > যশোর

২৫ লাখ টাকাসহ আটক কাস্টমস কর্মকর্তা সাময়িক বরখাস্ত 

যশোর প্রতিনিধি

ব্যাগে ও প্যান্টের পকেটে ২৫ লাখ টাকাসহ আটক বেনাপোল কাস্টম হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা খন্দকার মুকুল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ রোববার বেনাপোল কাস্টম হাউসের কমিশনার আব্দুল হাকিম এ বরখাস্তের আদেশ দেন। 

গত শুক্রবার একটি গোয়েন্দা সংস্থার সদস্যরা ঢাকা বিমান বন্দর থেকে মুকুল হোসেনকে আটক করেন। জিজ্ঞাসাবাদের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য গতকাল শনিবার তাঁকে বেনাপোল কাস্টম হাউসের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন ওই সংস্থার কর্মকর্তারা। 

বেনাপোল কাস্টম হাউস সূত্রে জানা গেছে, অভিযুক্ত মুকুলের নিজ বাড়ি টাঙ্গাইলে যাওয়ার উদ্দেশে গত শুক্রবার দুপুরে যশোর বিমানবন্দর থেকে উড়োজাহাজে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা সংস্থার সদস্যরা তাঁকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে একটি ব্যাগে ২৩ লাখ এবং প্যান্টের পকেটে ২ লাখ টাকা জব্দ করা হয়। 

বেনাপোল কাস্টম হাউসের কমিশনার আবদুল হাকিম জানিয়েছেন, ‘সহকারী রাজস্ব কর্মকর্তা খন্দকার মুকুল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।’ 

আবদুল হাকিম আরও বলেন, ‘মুকুল হোসেনের কাছ থেকে ২৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। ওই টাকা পাচারের উদ্দেশ্যে তিনি বিমানবন্দরে নিয়েছিলেন কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে রাজস্ব বোর্ড। খন্দকার মুকুল হোসেনের বাড়ি টাঙ্গাইল জেলায়। তিনি বেনাপোল কাস্টম হাউসে কর্মরত।’ 

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত