হোম > সারা দেশ > খুলনা

পাইকগাছায় যাত্রীবাহী ভ্যান চাপায় নিহত ১, আহত ১

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছায় মাছবাহী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানগাড়ি চাপা দিয়ে দোকানের ভেতরে ঢুকে গেছে। এতে ভ্যানে থাকা এক যাত্রী মারা গেছেন এবং অন্য একজন আহত হয়েছেন। আজ রোববার দুপুরে উপজেলার চাঁদখালী ইউনিয়নের পাইকগাছা-কয়রা প্রধান সড়কের কাঁটাখালী বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় দোকানদার পূর্ণচন্দ্র শীল জানান, কয়রা থেকে ছেড়ে আসা মাছবাহী পিকআপ চাঁদখালী ইউনিয়নের কৃষ্ণনগরের কাঁটাখালী বাজার এলাকায় পৌঁছায়। এ সময় মোড় ঘোরার সময় পিকআপ ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি যাত্রীবাহী ভ্যানকে চাপা দেয়। এরপর সেটি সুধান কুমার হাজরা, রিপন সরদার ও তাঁর দোকান ঘরের ভেতরে ঢুকে পড়ে। তৎক্ষণাৎ দোকানে থাকা ফকির গাজী (৫৭) ও আব্দুল খালেক পিকআপের ধাক্কায় আহত হন। এ সময় এলাকাবাসী তাঁদের দুজনকে উদ্ধার করে হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক ফকির গাজীকে মৃত ঘোষণা করেন। পুলিশ পিকআপটি জব্দ করে থানা হেফাজতে রেখেছে।

ফকির গাজী উপজেলার স্মরণ খালী ও আব্দুল খালেক দেবদুয়ার গ্রামের বাসিন্দা। 

এ বিষয়ে পাইকগাছা অফিসার ইনচার্জ মো. জিয়াউর রহমান জানান, দুর্ঘটনার সংবাদ শুনে ঘটনাস্থল থেকে পিকআপ জব্দ করা হয়েছে। ওই মৃত ব্যক্তির মরদেহের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। 

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা