হোম > সারা দেশ > খুলনা

ঘূর্ণিঝড় ইয়াস: খুলনার উপকূলীয় এলাকায় বিশেষ প্রস্তুতি

প্রতিনিধি

খুলনা: খুলনা জেলায় উপকূলীয় পাঁচ উপজেলার দুই লাখ মানুষ ঘূর্ণিঝড় ইয়াস আতঙ্কে রয়েছেন। তাঁদের নিরাপদে রাখতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।

জেলা প্রশাসক মোহাম্মাদ হেলাল হোসেন আজকের পত্রিকাকে জানিয়েছেন, সাধারণত ঘূর্ণিঝড়ে উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষতি হয়। সে বিষয়টি মাথায় রেখে উপকূলীয় এলাকায় বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে।

ঘূর্ণিঝড়ে প্রাণহানি ও সম্পদের নিরাপত্তার জন্য জেলার উপকূলীয় উপজেলা কয়রায় ১১৮টি, দাকোপে ১২৩টি, ডুমুরিয়ায় ১৯টি, বটিয়াঘাটায় ১৮টি ও পাইকগাছায় পাঁচটি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এসব কেন্দ্রের ধারণ ক্ষমতা এক লাখ ৯০ হাজার ৩৭০ জন।

জেলা ত্রাণ পুনর্বাসন কর্মকর্তা জানিয়েছেন, গো-খাদ্য ও শিশু খাদ্য প্রস্তুত রয়েছে। পাঁচ হাজার ৩২০ জন্য স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছেন। সম্ভাব্য ঘূর্ণিঝড় মোকাবিলায় শুকনো খাদ্য ও অর্থ বরাদ্দ করা হয়নি। এরই মধ্যে আশ্রয়কেন্দ্রগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। প্রস্তুত রয়েছে ফায়ার ব্রিগেড। এর পাশাপাশি খুলনা জেলায় সব মিলিয়ে ৩৫৮টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হচ্ছে।

গত বছর ঘূর্ণিঝড় আম্পানে খুলনা জেলার দুই লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। কয়রা উপজেলার কয়েকটি বেড়িবাঁধ ভেঙে যায়। আম্পানে গাছ পড়ে তিনজনের মৃত্যু হয়। জেলায় প্রায় ২০ কোটি টাকার সম্পদ নষ্ট হয়।

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে