হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুষ্টিয়া মডেল থানা থেকে লুট হওয়া পুলিশের ৩৫ আগ্নেয়াস্ত্র হস্তান্তর

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া মডেল থানা থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্র, গুলি ও টিয়ার শেল উদ্ধার করে তা পুলিশে হস্তান্তর করেছেন সেনাসদস্যরা। উদ্ধার ৩৫টি আগ্নেয়াস্ত্র, সহস্রাধিক গুলি ও টিয়ার শেল আজ বৃহস্পতিবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ে জমা দেন সেনাবাহিনীর পক্ষে ক্যাপ্টেন লাম ইয়ানুল ইসলাম।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তারেক জুবায়ের আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন কুষ্টিয়া মডেল থানা ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালানো হয়। এ সময় লুট করা হয় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ।

৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে দেশত্যাগ করেন শেখ হাসিনা। এরপর কুষ্টিয়া মডেল থানায় হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট করে দুর্বৃত্তরা। এ সময় অস্ত্র, গোলাবারুদসহ যে যা পেরেছে লুটপাট করে নিয়ে যায়। এর পর থেকে ব্যবহার অনুপযোগী কুষ্টিয়া মডেল থানার দাপ্তরিক কাজ চলছে সদর পুলিশ ফাঁড়িতে। 

ক্যাপ্টেন লাম ইয়ানুল ইসলাম বলেন, সাধারণ মানুষ সেনাবাহিনীকে অস্ত্র উদ্ধারে সহায়তা করছে। তারা তথ্য দিচ্ছে, আবার অস্ত্র উদ্ধার করে জমা দিচ্ছে। এর আগে বিভিন্ন স্থানে মডেল থানা থেকে খোয়া যাওয়া অস্ত্র ও গোলাবারুদ নির্ভয়ে সেনাবাহিনীর কাছে ফেরত দেওয়ার জন্য প্রচার চালানো হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তারেক জুবায়ের বলেন, ‘মডেল থানা থেকে খোয়া যাওয়া অস্ত্র, গুলি ও টিয়ার শেল উদ্ধার করে পুলিশের কাছে জমা দিয়েছে সেনাবাহিনী। খোয়া যাওয়া অস্ত্র ধীরে ধীরে উদ্ধার হচ্ছে।’

তিনি বলেন, ‘অস্ত্রগুলো খারাপ মানুষের হাতে পড়লে তারা অন্যায় কাজে ব্যবহার করতে পারে। তাই এগুলো উদ্ধার করা খুবই জরুরি। যে কেউ নির্ভয়ে খোয়া যাওয়া অস্ত্র আমাদের কাছে জমা দিতে পারেন। নিজেরা ভয়ে আসতে না পারলে অন্য কাউকে দিয়ে জমা দিতে পারবে।’

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার