হোম > সারা দেশ > খুলনা

কলেজছাত্রী ধর্ষণ মামলায় পিবিআই পরিদর্শক কারাগারে

খুলনা প্রতিনিধি

খুলনায় কলেজছাত্রী ধর্ষণ মামলার আসামি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক মঞ্জুর হাসান মাসুদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে অভিযুক্ত মাসুদ খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। এ সময় বিচারক মোসা. দিলরুবা সুলতানা তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ তথ্য নিশ্চিত করেছেন আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অলোকা নন্দ দাস। 

আদালত সূত্রে জানা যায়, পিবিআই পরিদর্শক মাসুদ গত ২৬ মে উচ্চ আদালত থেকে এ মামলায় দুই সপ্তাহের অন্তর্বর্তী জামিন পান। আজ বুধবার উচ্চ আদালতের জামিন মেয়াদের শেষ দিন ছিল। তিনি নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানো হয়। 

অভিযোগের বিষয়ে জানা যায়, গত ১৫ মে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে পিবিআই পরিদর্শক মঞ্জুরুল আহসান মাসুদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে খুলনা মহানগরীর ছোট মির্জাপুর এলাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে। পরে ওই দিন দুপুরে ভুক্তভোগী কলেজছাত্রীকে নিয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। 

এ ঘটনার পর খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন জানিয়েছিলেন, ভুক্তভোগী কলেজছাত্রী পিবিআই পরিদর্শক মাসুদের কাছে মোবাইল ফোন বা ফেসবুকে ছবি-সংক্রান্ত বিষয়ে পাঁচ দিন আগে আসেন। এ সুযোগে তাঁকে সহযোগিতা করার কথা বলে ১৫ মে দুপুর সাড়ে ১২টার দিকে ছোট মির্জাপুরের কাগজী হাউসের ওই অফিসে নিয়ে যান অভিযুক্ত মাসুদ। সেখানেই তাঁকে ধর্ষণ করা হয়। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য ওই অফিসের তালা ভেঙে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কেএমপির উপপুলিশ কমিশনার সোনালী সেন। 

পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভুক্তভোগী ওই কলেজছাত্রীর মেডিকেল পরীক্ষা সম্পন্নের পর এ ঘটনায় ঘটনার দিনই থানায় মামলা হয়। মামলা নম্বর ১৫। 

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক