১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করলেও খুলনা শত্রুমুক্ত হয়েছিল ১৭ ডিসেম্বর। তবে দিবসটিতে কোনো আনুষ্ঠানিকতা দেখা যায়নি খুলনায়।
জানা গেছে, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করলেও মুক্তিবাহিনী পাকিস্তানি হানাদারদের সঙ্গে লড়াই করে খুলনা শহর দখলমুক্ত করেন ১৭ ডিসেম্বর। এরপর খুলনা সার্কিট হাউস ময়দানে শত্রুপক্ষ আত্মসমর্পণ করতে বাধ্য হয়। ওই দিনই বিজয়ের পতাকা ওড়ে খুলনায়। তবে এই দিবসে খুলনায় ছিল না কোনো কর্মসূচি।
এ প্রসঙ্গে মহানগর মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডার অধ্যাপক মো. আলমগীর কবির বলেন, নীরবে চলে গেল বিষয়টি তা নয়, ১৬ ডিসেম্বর বিজয় দিবসে খুলনা মুক্ত দিবস নিয়ে আলোচনা হয়েছে।
এ ব্যাপারে খুলনা নাগরিক সমাজের সদস্যসচিব অ্যাডভোকেট বাবুল হালদার বলেন, খুলনা মুক্ত দিবস উপলক্ষে কোনো কর্মসূচি না থাকাটা দুঃখজনক। ভুল প্রত্যেকেরই হয়েছে। তবে ভবিষ্যতে দিবসটি উপলক্ষে নাগরিক সমাজের কর্মসূচি থাকবে। এর পাশাপাশি প্রশাসন, রাজনৈতিক দলগুলোর প্রতি কর্মসূচি নেওয়ার বিষয়েও তিনি আহ্বান জানান।