হোম > সারা দেশ > খুলনা

কর্মচারীর বাড়িতে আত্মগোপন, আ.লীগের সাবেক এমপি আফজাল গ্রেপ্তার

মেহেরপুর প্রতিনিধি

কিশোরগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আফজাল হোসেন। ছবি: আজকের পত্রিকা

মেহেরপুর শহরের তাহের ক্লিনিকপাড়ার একটি বাসা থেকে কিশোরগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আফজাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার ভোররাতে ওই এলাকার মামুনের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মামুন আফজালের জুতার ফ্যাক্টরির কর্মচারী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবা উদ্দীন আজকের পত্রিকাকে জানান, মেহেরপুর শহরের তাহের ক্লিনিকপাড়ার একটি বাড়িতে আফজাল হোসেন অবস্থান করছেন—এমন একটি সংবাদ দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের রিকুইজেশন (অধিযাচন)।

সেই সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর থানার পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান চালিয়ে আফজালকে গ্রেপ্তার করে। পরে তাঁকে থানা হেফাজতে নেওয়া হয়। এ ছাড়া বাড়ির মালিক ও কর্মচারী মামুনকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জিজ্ঞাসাবাদে মামুন জানান, গতকাল রোববার রাতে মালিক আফজাল হোসেন তাঁর বাড়িতে আসেন। জেলার যেকোনো একটি সীমান্তের কাঁটাতার পেরিয়ে তাঁর ভারত যাওয়ার কথা ছিল।

ওসি আরও জানান, কিশোরগঞ্জ জেলা পুলিশের একটি দল মেহেরপুরের উদ্দেশে রওনা দিয়েছে। সন্ধ্যার মধ্যে ওই দলটি এখানে পৌঁছানোর কথা রয়েছে। তখন জানা যাবে কোন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রাতেই পুলিশের ওই দলটির হাতে আফজালকে হস্তান্তর করা হবে।

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় পুলিশের সোর্স সন্দেহে বাড়ি থেকে ডেকে যুবকের দুই হাতের কবজি কর্তন

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধের ঘটনায় তরুণী আটক

এনসিপি নেতা গুলিবিদ্ধ: রহস্য উদ্‌ঘাটনে এক তরুণীকে খুঁজছে পুলিশ

খুলনায় শ্রমিক শক্তি নেতা গুলিবিদ্ধের ঘটনায় জামায়াত সেক্রেটারির উদ্বেগ

খুলনায় গুলিবিদ্ধ এনসিপি নেতা শঙ্কামুক্ত