হোম > সারা দেশ > খুলনা

কর্মচারীর বাড়িতে আত্মগোপন, আ.লীগের সাবেক এমপি আফজাল গ্রেপ্তার

মেহেরপুর প্রতিনিধি

কিশোরগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আফজাল হোসেন। ছবি: আজকের পত্রিকা

মেহেরপুর শহরের তাহের ক্লিনিকপাড়ার একটি বাসা থেকে কিশোরগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আফজাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার ভোররাতে ওই এলাকার মামুনের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মামুন আফজালের জুতার ফ্যাক্টরির কর্মচারী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবা উদ্দীন আজকের পত্রিকাকে জানান, মেহেরপুর শহরের তাহের ক্লিনিকপাড়ার একটি বাড়িতে আফজাল হোসেন অবস্থান করছেন—এমন একটি সংবাদ দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের রিকুইজেশন (অধিযাচন)।

সেই সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর থানার পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান চালিয়ে আফজালকে গ্রেপ্তার করে। পরে তাঁকে থানা হেফাজতে নেওয়া হয়। এ ছাড়া বাড়ির মালিক ও কর্মচারী মামুনকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জিজ্ঞাসাবাদে মামুন জানান, গতকাল রোববার রাতে মালিক আফজাল হোসেন তাঁর বাড়িতে আসেন। জেলার যেকোনো একটি সীমান্তের কাঁটাতার পেরিয়ে তাঁর ভারত যাওয়ার কথা ছিল।

ওসি আরও জানান, কিশোরগঞ্জ জেলা পুলিশের একটি দল মেহেরপুরের উদ্দেশে রওনা দিয়েছে। সন্ধ্যার মধ্যে ওই দলটি এখানে পৌঁছানোর কথা রয়েছে। তখন জানা যাবে কোন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রাতেই পুলিশের ওই দলটির হাতে আফজালকে হস্তান্তর করা হবে।

জামায়াতের কৃষ্ণের চ্যালেঞ্জ অনেক

প্রতিবেশীর বাড়ি থেকে শিশুর মরদেহ উদ্ধার: হত্যাকারীর ফাঁসির দাবিতে সড়ক অবরোধ

‘আদালতে হাজিরা দিতে এসে লাশ হয়ে ফিরলে কার কাছে বিচার চাইব’

খুলনায় জোড়া খুন: আসামিদের ভয়ে সন্ত্রস্ত পরিবার, পুলিশের মামলা অজ্ঞাতনামাদের বিরুদ্ধে

পূর্ব সুন্দরবনে অভয়ারণ্যের খালে মাছ ধরার অভিযোগে ১০ জেলে গ্রেপ্তার

গল্লামারী সেতুর নির্মাণকাজ দ্রুত সম্পন্নের দাবিতে ১ ঘণ্টা ‘অচল কর্মসূচি’

খুলনায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

খুলনায় জোড়া হত্যা: বিলুপ্ত ‘ইহুদি’ বাহিনীর সদস্য আটক

ক্ষমতায় না গিয়েও অনেকে প্রশাসনিক ক্যুর চেষ্টা করছে: জামায়াত আমির

রাষ্ট্রদ্রোহ মামলায় খুলনা বারের সাবেক সভাপতি কারাগারে