হোম > সারা দেশ > খুলনা

কর্মচারীর বাড়িতে আত্মগোপন, আ.লীগের সাবেক এমপি আফজাল গ্রেপ্তার

মেহেরপুর প্রতিনিধি

কিশোরগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আফজাল হোসেন। ছবি: আজকের পত্রিকা

মেহেরপুর শহরের তাহের ক্লিনিকপাড়ার একটি বাসা থেকে কিশোরগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আফজাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার ভোররাতে ওই এলাকার মামুনের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মামুন আফজালের জুতার ফ্যাক্টরির কর্মচারী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবা উদ্দীন আজকের পত্রিকাকে জানান, মেহেরপুর শহরের তাহের ক্লিনিকপাড়ার একটি বাড়িতে আফজাল হোসেন অবস্থান করছেন—এমন একটি সংবাদ দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের রিকুইজেশন (অধিযাচন)।

সেই সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর থানার পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান চালিয়ে আফজালকে গ্রেপ্তার করে। পরে তাঁকে থানা হেফাজতে নেওয়া হয়। এ ছাড়া বাড়ির মালিক ও কর্মচারী মামুনকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জিজ্ঞাসাবাদে মামুন জানান, গতকাল রোববার রাতে মালিক আফজাল হোসেন তাঁর বাড়িতে আসেন। জেলার যেকোনো একটি সীমান্তের কাঁটাতার পেরিয়ে তাঁর ভারত যাওয়ার কথা ছিল।

ওসি আরও জানান, কিশোরগঞ্জ জেলা পুলিশের একটি দল মেহেরপুরের উদ্দেশে রওনা দিয়েছে। সন্ধ্যার মধ্যে ওই দলটি এখানে পৌঁছানোর কথা রয়েছে। তখন জানা যাবে কোন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রাতেই পুলিশের ওই দলটির হাতে আফজালকে হস্তান্তর করা হবে।

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার