হোম > সারা দেশ > খুলনা

কর্মচারীর বাড়িতে আত্মগোপন, আ.লীগের সাবেক এমপি আফজাল গ্রেপ্তার

মেহেরপুর প্রতিনিধি

কিশোরগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আফজাল হোসেন। ছবি: আজকের পত্রিকা

মেহেরপুর শহরের তাহের ক্লিনিকপাড়ার একটি বাসা থেকে কিশোরগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আফজাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার ভোররাতে ওই এলাকার মামুনের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মামুন আফজালের জুতার ফ্যাক্টরির কর্মচারী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবা উদ্দীন আজকের পত্রিকাকে জানান, মেহেরপুর শহরের তাহের ক্লিনিকপাড়ার একটি বাড়িতে আফজাল হোসেন অবস্থান করছেন—এমন একটি সংবাদ দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের রিকুইজেশন (অধিযাচন)।

সেই সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর থানার পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান চালিয়ে আফজালকে গ্রেপ্তার করে। পরে তাঁকে থানা হেফাজতে নেওয়া হয়। এ ছাড়া বাড়ির মালিক ও কর্মচারী মামুনকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জিজ্ঞাসাবাদে মামুন জানান, গতকাল রোববার রাতে মালিক আফজাল হোসেন তাঁর বাড়িতে আসেন। জেলার যেকোনো একটি সীমান্তের কাঁটাতার পেরিয়ে তাঁর ভারত যাওয়ার কথা ছিল।

ওসি আরও জানান, কিশোরগঞ্জ জেলা পুলিশের একটি দল মেহেরপুরের উদ্দেশে রওনা দিয়েছে। সন্ধ্যার মধ্যে ওই দলটি এখানে পৌঁছানোর কথা রয়েছে। তখন জানা যাবে কোন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রাতেই পুলিশের ওই দলটির হাতে আফজালকে হস্তান্তর করা হবে।

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার