হোম > সারা দেশ > যশোর

ভারতে পাচারের শিকার ৫ বাংলাদেশি দেশে ফিরেছেন

বেনাপোল (যশোর) প্রতিনিধি

ভারতে পাচারের শিকার নারী, শিশুসহ পাঁচ বাংলাদেশি নাগরিক বেনাপোল চেকপোস্ট হয়ে দেশে ফিরেছেন। আজ শুক্রবার বিকেলে ভারতীয় ইমিগ্রেশন কর্মকর্তারা বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাঁদের হস্তান্তর করেন।

এ সময় আইনি সহায়তা দিতে তাঁদের গ্রহণ করে মানবাধিকার সংস্থা জাস্টিন অ্যান্ড কেয়ার। ফেরত আসা বাংলাদেশি নাগরিকেরা হলেন বাগেরহাট জেলার রাজাপুর উপজেলার শরণখোলা গ্রামের কাওছার হাওলাদার (৪৮), কুলসুম খাতুন (৩৪), মুছা হাওলাদার (১৬), আমানুল হাওলাদার (৫) ও জাহাঙ্গীর হোসেন (২৩)।

তাঁরা দুই বছর ভারতের গুয়া কুলাআড়ি সেন্টার কারাগারে ছিলেন। পরে সেখান থেকে তাঁদের ভারতের একটি বেসরকারি সংস্থার শেল্টার হোমে রাখা হয়।

বেনাপোল ইমিগ্রেশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ফেরত আসা ব্যক্তিদের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

জাস্টিন অ্যান্ড কেয়ারের ফিল্ড অফিসার রোকেয়া খাতুন বলেন, এঁদের যশোর শেল্টার হোমে রাখা হবে। এরপর যোগাযোগ করে তাঁদের নিজ নিজ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা