খুলনার খালিশপুরে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. ফাহিম ওরফে কালা ফাহিম (২১)। তিনি খুলনার খালিশপুর বঙ্গবাসী এলাকার হাউজিং নতুন কলোনির শাকিলের ছেলে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড সিপি) মোহা. আহসান হাবীব গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের এই কর্মকর্তা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খালিশপুর থানা পুলিশ অভিযান চালিয়ে কালা ফাহিমকে গ্রেপ্তার করে। ফাহিম আদালতের রায়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত।
হাজী মুহাম্মদ মহসিন কলেজের আলোচিত ছাত্রলীগ নেতা হাসিবুর রহমান নিয়াজ হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফাহিম। গত ২২ অক্টোবর ২১ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালতে সাজা দেয়।