খুলনা: গত ২৪ ঘণ্টায় খুলনার তিন হাসপাতালে করোনায় মারা গেছেন ১২ জন। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ১১ জন ও একজন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। আজ মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন খুলনা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার (রোগ ও নিয়ন্ত্রণ) শেখ সাদিয়া মনোয়ারা উষা।
মৃতদের মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে একজন করোনা উপর্সগসহ মোট ৫ জন, বেসরকারি গাজি মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন এবং জেনারেল হাসপাতালে ৩ জন রয়েছেন।
সিভিল সার্জন অফিস অফিস সূত্র জানান, এ পর্যন্ত জেলাতে করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৩২৪ জন। মারা গেছে মোট ২৫০ জন।
অপরদিকে, করোনা সংক্রমণরোধে গত ২২ জুন থেকে খুলনায় কঠোর লকডাউন চলছে। গতকাল সোমবার লকডাউন শেষ হওয়ার কথা থাকলেও আবারও সপ্তাহব্যাপী লকডাউন ঘোষণা করেছেন জেলা প্রশাসক।