হোম > সারা দেশ > খুলনা

ওনারা আমাকে যে পরিমাণ নির্যাতন করেছেন, এই শাস্তি যথেষ্ট নয়: ইবির ফুলপর‍ী

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলের নবীন শিক্ষার্থী ফুলপরী খাতুনকে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেত্রীসহ পাঁচজনকে এক বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে এ সিদ্ধান্তে তিনি সন্তুষ্ট নন বলে জানিয়েছেন ভুক্তভোগী ছাত্রী ফুলপরী খাতুন। 

ফুলপরী খাতুন আজকের পত্রিকাকে বলেন, ‘আজকে রায় দিয়েছে আমি দেখলাম। ওনারা (অভিযুক্তরা) পাঁচজন আমাকে যে পরিমাণ শারীরিক ও মানসিক নির্যাতন করেছেন, তার শাস্তি এক বছর বহিষ্কার কখনোই হতে পারে না। এতে আমি সন্তুষ্ট না, বরং আরও বেশি আতঙ্কিত।’  

আতঙ্কিত কেন, জানতে চাইলে ফুলপরী খাতুন বলেন, ‘তাঁরা যে এক বছর পরে এসে আমার এই ঘটনার প্রতিশোধ আবার নিবে না, বা এমন কাজ পরবর্তীতে করবে না, এমন কোনো নিশ্চয়তা নেই। আমার ধারণা তাঁরা আবার ভার্সিটিতে আসবেন, এমন করবেন।’

ফুলপরী আরও বলেন, ‘আমার দাবি ছিল তাঁদের স্থায়ী বহিষ্কার করা, আজীবনের জন্য। সেটাই আমি চাই। আমার সেই দাবি রয়ে গেছে। আমি প্রশাসনের এই সিদ্ধান্তে সন্তুষ্ট না। আমি মনে করি তাঁদের সঠিক বিচার হয়নি।’ 

প্রসঙ্গত, আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের অনুষ্ঠিত শৃঙ্খলা কমিটির মিটিংয়ে ছাত্রী নির্যাতনের ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ থেকে বহিষ্কৃত নেত্রী সানজিদা অন্তরা চৌধুরী ও অভিযুক্ত অন্য চারজনকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়।

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি