কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্যসচিব খন্দকার তসলিম নিশাতকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পুলিশের দাবি, এ সময় নিশাতের হেফাজত থেকে একটি ম্যাগাজিনে ভরা ২ রাউন্ড গুলিসহ একটি অত্যাধুনিক বিদেশি পিস্তল জব্দ করা হয়। অপরদিকে নিশাতের বাবা খন্দকার টিপু সুলতানের দাবি, একটি মামলা হাজিরা দিয়ে নিশাত কুষ্টিয়া থেকে মিরপুরের বিজিবি ক্যানটিনে বসে বন্ধুদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় ডিবি পুলিশের সদস্যরা তাঁকে গাড়িতে তুলে নিয়ে যায়। নিশাতের কাছে কোনো অস্ত্র ছিল না।
আজ সোমবার বেলা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর বিজিবি ক্যানটিন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন।
গ্রেপ্তার হওয়া খন্দকার তসলিম নিশাত মিরপুর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা খন্দকার টিপু সুলতানের ছেলে। তিনি কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্যসচিব।
জানতে চাইলে কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাসির উদ্দিন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর বিজিবি ক্যানটিনের পাশে একটি চেকপোস্ট বসানো হয়। এ সময় চেকপোস্টে পুলিশের উপস্থিতি দেখে নিশাত দৌড়ে পালানোর চেষ্টা করলে গোয়েন্দা পুলিশের সদস্যরা তাঁকে আটক করে। এ সময় তাঁর দেহ তল্লাশি করে দুই রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। পরে নিশাতের বিরুদ্ধে মিরপুর থানায় একটি অস্ত্র আইনে মামলা দায়ের করে মিরপুর থানা-পুলিশের কাছে তুলে দেওয়া হয়েছে।’