হোম > সারা দেশ > মেহেরপুর

মুজিবনগরে নাশকতার মামলায় মহিলা জামায়াতের ৮ নারী সদস্য গ্রেপ্তার

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর মুজিবনগর উপজেলার গোপালনগর গ্রাম থেকে বিশেষ আইনে নাশকতার মামলায় মহিলা জামায়াতের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার দুপুরে ওই গ্রামের মোশারফ মাস্টারের বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—গোপালনগর গ্রামের মোশারফ হোসেনের স্ত্রী রোকেয়া খাতুন (৪০), শিবপুর গ্রামের গাজী পাড়ার হ‌ুমায়ূন কবিরের স্ত্রী শম্পা খাতুন (২৮), মোনাখালীর গ্রামের উত্তর পাড়ার ইজদানের স্ত্রী ফাতেমা খাতুন (৪০), মোনাখালী বাজার পাড়ার নয়ন মিয়ার স্ত্রী হানিফা আক্তার বিউটি (৩৪), শিবপুর মসজিদ পাড়ার চাঁদ আলীর স্ত্রী হাফিজা খাতুন (৩৮), রামনগর মধ্যপাড়ার দরুদ আলীর স্ত্রী রেজমিনা খাতুন (৪৪), শিবপুর গলাকাটা পাড়ার নজরুল ইসলামের স্ত্রী সালেহা খাতুন (৪০), এবং বিশ্বনাথপুর গ্রামের বড় মসজিদ পাড়ার আনোয়ার হোসেনের স্ত্রী সুমাইয়া জান্নাতি (২৫)।

এ বিষয়ে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি রাসেল বলেন, ‘গোপালনগর গ্রামের মোশারফ মাস্টারের বাড়িতে মহিলা জামায়াতের গোপণ বৈঠক চলছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযানে যায় মুজিবনগর থানা–পুলিশের একটি দল। সেখানে বৈঠক চলাকালীন ওই ৮ নারী সদস্যকে আটক করা হয়। এ সময় সেখান থেকে প্রচুর পরিমাণ ইসলামিক বই উদ্ধার করা হয়।’

ওসি আরও বলেন, ‘আটককৃতদের প্রথমে মুজিবনগর থানায় নেওয়া হয়। বিকেলে তাদের নামে বিশেষ আইনে নাশকতার মামলা দেওয়া হয়। সন্ধ্যায় তাঁদের আদালতে পাঠানো হয়। আদালত তাঁদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন।’

ডুমুরিয়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই ভ্যান আরোহী নিহত

খুলনায় র‌্যাবের সোর্সকে গুলি

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার