হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় মাদক মামলায় মোহাম্মদ রফিক (৪০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ জিয়া হায়দার আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। 

সাজাপ্রাপ্ত মোহাম্মদ রফিকের বাড়ি চুয়াডাঙ্গার দৌলতদিয়ায়। 

মামলা সূত্রে জানা গেছে, ২০২০ সালের ৪ই মার্চ মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার দৌলতদিয়াড় গ্রামের রফিকের বাড়িতে অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। রফিকের বসতঘর তল্লাশি করে উদ্ধার করা হয় অবৈধ মাদকদ্রব্য। গ্রেপ্তার করা হয় মাদককারবারী রফিককে। ওই দিনই তৎকালীন চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রফিকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বেলাল উদ্দিন বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তেরর উপপরিদর্শক আবুল কালাম আজাদ ২০২০ সালে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। মামলাটিতে ৬ জন সাক্ষীর মধ্যে ৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আজ রায় দেন আদালত। এ সময় আসামি উপস্থিত ছিলেন।

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি