হোম > সারা দেশ > খুলনা

ডুমুরিয়ায় স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি

খুলনার ডুমুরিয়ায় এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে তার মরদেহ উদ্ধার করা হয়। ১৫ বছর বয়েসি ওই কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। শুক্রবার সকালে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। 

ওই কিশোরীর পরিবারের বরাত দিয়ে ওসি জানান, বৃহস্পতিবার দুপুরে বাবা-মার সঙ্গে অর্পিতা পাশের এক আত্মীয়র বাড়িতে বেড়াতে যায়। সন্ধ্যার দিকে সে একাই বাড়ি ফেরে। পরে রাত ১০টার দিকে তার বাবা-মা এসে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। অনেক ডাকাডাকির পরও মেয়ের সাড়া না পেয়ে তাঁরা জানালা দিয়ে দেখতে পান ঘরের আড়ার সঙ্গে মেয়ের মরদেহ ঝুলছে। পরে মধ্যরাতে পুলিশ মরদেহ উদ্ধার করে। 

এ ঘটনায় ওই কিশোরীর মা ডুমুরিয়া থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

ওসি শেখ কনি মিয়া বলেন, ‘সুরতহালে অর্পিতার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাই ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। রিপোর্ট পেলে বোঝা যাবে এটি হত্যা না আত্মহত্যা।’ 

জানা গেছে, অর্পিতা বৃহস্পতিবার সর্বশেষ ফেসবুক স্ট্যাটাসে লেখে, ‘বছরের প্রথম দিনটা স্মরণীয় হয়ে থাক।’ 

ডুমুরিয়া থানার রেকর্ড বুক থেকে জানা গেছে, চলতি বছরে এই নিয়ে উপজেলায় ২৫ জন আত্মহত্যা করেছেন। এর আগে, ২০২১ সালে ৭৬ জন, ২০২০ সালে ৭৪ জন, ২০১৯ সালে ৬৫ ও ২০১৮ সালে ৫৬ জন আত্মহত্যা করেছেন। 

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক