হোম > সারা দেশ > যশোর

যৌক্তিক ভাড়া নির্ধারণ চেয়ে বিক্ষোভ

­যশোর প্রতিনিধি

বিক্ষোভে যশোর আইটি পার্কের বিনিয়োগকারীরা। ছবি: আজকের পত্রিকা

যৌক্তিক ভাড়া নির্ধারণসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে যশোর সফটওয়্যার টেকনোলজি পার্ক ইনভেস্টরস অ্যাসোসিয়েশন। গতকাল বৃহস্পতিবার দুপুরে যশোর আইটি পার্কের মূল ফটকের সামনে এই কর্মসূচি পালিত হয়। এ সময় বিদ্যুৎ বিলের জটিলতা নিরসন ও ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টির দাবিও জানানো হয়।

বিক্ষোভকারীরা বলেন, যশোর শহরের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের ভাড়া প্রতি স্কয়ারফুটে ৫ থেকে ১০ টাকার মধ্যে। অথচ সফটওয়্যার পার্কে নেওয়া হচ্ছে ২২ থেকে ৩০ টাকা পর্যন্ত। এ ছাড়া অনিয়মতান্ত্রিকভাবে বিদ্যুৎ বিল দিতে হচ্ছে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে। বিক্ষোভকারীরা যৌক্তিক ভাড়া নির্ধারণ ও বিদ্যুৎ বিল সমস্যার সমাধান ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টির জন্য হাইটেক পার্ক কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে সমস্যা সমাধান না করে কালক্ষেপণ করে বিনিয়োগকারীদের সর্বস্বান্ত করার অভিযোগ এনে হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপকের পদত্যাগ দাবি করেন বিক্ষোভকারীরা।

যশোর সফটওয়্যার টেকনোলজি পার্ক ইনভেস্টরস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সভাপতি আহসান কবীর, সহসভাপতি ইমানুর রহমান ইমন, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহজালাল, সাবেক সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ নাহিদুল ইসলাম প্রমুখ। এতে ৩৫টি কোম্পানির মালিক ও অফিসের প্রধানেরা অংশগ্রহণ করেন।

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি