কুষ্টিয়ার ভেড়ামারায় পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থীকে হাতুড়িপেটা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার বেলা দেড়টায় হাসপাতাল সড়কের টেম্পোস্ট্যান্ডে এ হামলার ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীর নাম সোহানুর রহমান সিজান (২০)। তিনি ভেড়ামারার পূর্ব নওদাপাড়া গ্রামের বাবু মণ্ডলের ছেলে ও মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদে বিজয় দিবসের অনুষ্ঠান দেখে সোহানুর রহমান সিজান বাড়িতে ফিরছিলেন। হাসপাতাল সড়কের ওভার ব্রিজ টেম্পোস্ট্যান্ডের কাছে পৌঁছালে সাত-আটজনের একটি দুর্বৃত্তের দল হাতুড়ি ও লোহার পাইপ দিয়ে সিজানের ওপর হামলা করে। এ সময় মাথাসহ তাঁর শরীরের বিভিন্ন জায়গায় পিটিয়ে রক্তাক্ত করে তারা। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে সিজানের চাচা উপজেলা যুবলীগের সহসভাপতি আনোয়ার হোসেন গামা বলেন, ‘সোহানুর রহমান সিজানকে সাত-আটজনের একটি দল হাতুড়ি ও লোহার পাইপ দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করেছে। মাথার আঘাতটা খুবই গুরুতর। সে মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের ছাত্র। গত মঙ্গলবার ইনস্টিটিউট থেকে ছুটিতে বাড়িতে এসেছে। কেন কী কারণে হামলা করেছে, এ মুহূর্তে বলতে পারছি না। সিজান একটু সুস্থ হলেই হামলাকারীদের চিহ্নিত করে থানায় অভিযোগ দেওয়া হবে।’
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, এ ঘটনায় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।