হোম > সারা দেশ > খুলনা

খুলনায় দুর্বৃত্তের গুলিতে মাছ ব্যবসায়ী আহত

খুলনা প্রতিনিধি

প্রতীকী ছবি

খুলনায় দুর্বৃত্তের গুলিতে মাছ ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার রাত ৮টার দিকে নগরীর ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় এলাকার তালুকদার কমিউনিটির সামনে এ ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ী হলেন মো. ইউনুছ (৩০)। তিনি নগরীর নাজিরঘাট এলাকার বাবুর্চি খোকন শেখের ছেলে।

ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম। তিনি বলেন, গুলিবিদ্ধ মাছ ব্যবসায়ী বর্তমানে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি আছেন। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাছ ব্যবসায়ী ইউনুস এক সময় মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। পরে তিনি মাদক কারবার ছেড়ে মাছ ব্যবসার সঙ্গে জড়িত হন। আজ মঙ্গলবার রাতে তিনি নাজিরঘাট এলাকায় নিজের বাড়িতে অবস্থান করছিলেন। রাত ৮টার দিকে মোটরসাইকেলে করে কয়েকজন সন্ত্রাসী এসে তাঁকে আগের পেশায় ফিরে যাওয়ার জন্য চাপ দিতে থাকেন। কিন্তু তিনি রাজি না হওয়ায় শটগান দিয়ে কয়েক রাউন্ড গুলি চালিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

গুলির শব্দ শুনতে পেয়ে উপস্থিত মানুষ দিগ্‌বিদিক ছোটাছুটি করতে থাকেন। ইউনুস পিঠে ও পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

ইউনুস গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার