হোম > সারা দেশ > খুলনা

বাগেরহাটে আধিপত্য নিয়ে ২ পক্ষের সংঘর্ষ, আহত ১৫ 

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাটে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্য ৬ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

আজ বুধবার সকালে উপজেলার ঘোষখালী গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ফের সংঘর্ষের এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ জানায়, বড়ঘাট এলায় একটি চায়ের দোকানে স্থানীয় হেদায়েত হোসেন লোকজন নিয়ে বসা ছিলেন। এ সময় সাগর শেখের লোকজন এসে ধাওয়া দেয়। এ সময় তাদের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে স্থানীয় আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। এই ঘটনাকে কেন্দ্র করে এই দুই পক্ষের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ চলে প্রায় ঘণ্টাখানেক।

এতে উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছেন। স্বজনরা আহতদের উদ্ধার করে মোল্লারহাট উপজেলার হাসপাতালে ভর্তি করেন। তাদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে ও গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস. এম আশরাফুল আলম বলেন, ‘ফের সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার