হোম > সারা দেশ > কুষ্টিয়া

দৌলতপুর সীমান্তে ভারতীয় ১৪ মহিষ উদ্ধার

কুষ্টিয়া (দৌলতপুর) প্রতিনিধি 

উদ্ধার করা মহিষ। ছবি: বিজিবি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পৃথক দুই অভিযানে ভারতীয় ১৪টি মহিষ এবং কোকেনসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত মহিষ ও মাদকের বাজারমূল্য প্রায় ৪০ লাখ ১০ হাজার টাকা।

আজ শনিবার সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব মুর্শেদ রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের ডিগ্রির মাঠ এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় নয়টি ভারতীয় মহিষ উদ্ধার করে চরচিলমারী বিওপির সদস্যরা। এগুলোর বাজারমূল্য ১৪ লাখ ৬০ হাজার টাকা।

এদিকে গতকাল শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে চিলমারী ইউনিয়নের আতারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২৪০ গ্রাম ভারতীয় কোকেন উদ্ধার করেন উদয়নগর বিওপির সদস্যরা। মাদকের বাজারমূল্য ১২ লাখ টাকা। একইদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডিগ্রির মাঠ এলাকা থেকে আরও পাঁচটি ভারতীয় মহিষ উদ্ধার করা হয়, যার বাজারমূল্য ১৩ লাখ ৫০ হাজার টাকা।

বিজিবি জানিয়েছে, উদ্ধার হওয়া মহিষ এবং মাদকের বিষয়ে দৌলতপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়া চলছে।

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার