হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুষ্টিয়ায় স্ত্রীকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার 

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া শহরে পারিবারিক কলহের জেরে স্ত্রী শিউলী খাতুনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মন্টু আলীর বিরুদ্ধে। এ ঘটনায় মন্টুকে গ্রেপ্তার করেছে কুষ্টিয়া মডেল থানা-পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের হরিশংকরপুর এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। 

নিহত শিউলী খাতুন (৩০) কুষ্টিয়া শহরের হরিশংকরপুর এলাকার মকছেদ শাহ লেনের মন্টু আলীর স্ত্রী। হত্যার ঘটনায় দায়ী স্বামী মন্টু আলী একই এলাকার বজলু রহমানের ছেলে। তাঁদের পরিবারে দুটি কন্যাসন্তান রয়েছে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া চলে আসছিল। আজ দুপুর ১২টার দিকে দুজনের মধ্যে কথা-কাটাকাটি ও তুমুল ঝগড়া চলছিল। একপর্যায়ে স্ত্রীকে ঘরের মধ্যে বঁটি দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর আহত করেন। 

খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে এবং শিউলী খাতুনকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিউলীকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ঘাতক মিন্টুর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে এলাকাবাসী ও শিউলীর স্বজনেরা। 

এ বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদৎ হোসেন বলেন, পারিবারিক কলহের জেরে স্বামী তাঁর স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছেন। এ ঘটনায় অভিযুক্ত মিন্টুকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় পুলিশের সোর্স সন্দেহে বাড়ি থেকে ডেকে যুবকের দুই হাতের কবজি কর্তন