হোম > সারা দেশ > যশোর

ঈদের ছুটিতে বেনাপোলে পাসপোর্টধারীদের চাপ, দুর্ভোগ

বেনাপোল (যশোর) প্রতিনিধি

ঈদে টানা পাঁচ দিনের ছুটিতে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে ভ্রমণে পাসপোর্টধারীদের চাপ বেড়েছে। স্বাভাবিক সময়ে দিনে ৬ হাজার যাত্রী যাতায়াত করলেও ঈদের দ্বিতীয় দিন যাত্রীর সংখ্যা ১০ হাজারের কাছাকাছি দাঁড়ায়। এতে বন্দরে দালাল চক্রের হয়রানিতে যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। 

যাত্রীদের অভিযোগ, দালালেরা নিরাপত্তাকর্মীদের সহযোগিতা নিয়ে অনিয়ম করছে। দেখার কেউ নেই। ব্যবস্থাপনা আরও ভালো করার দরকার ছিল বলে জানান তাঁরা। 

এ বিষয়ে বেনাপোল স্থলবন্দর আর্মড ব্যাটালিয়ন পুলিশের উপপরিদর্শক শেখ মাসুদ আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদের ছুটিতে যাত্রীর চাপ বেড়েছে।’ তবে দালাল প্রকৃতির কারও সঙ্গে লেনদেন না করতে যাত্রীদের অনুরোধ জানান এই কর্মকর্তা। 

চিকিৎসার উদ্দেশ্যে খুলনা থেকে ভারতে যাওয়ার পথে রুবিনা আক্তার বলেন, ‘ঈদের ছুটিতে বেড়াতে কলকাতা যাচ্ছি। সারা রাস্তা আনন্দ করে এলেও সীমান্তে এসে দীর্ঘ লাইনে অসুস্থ হয়ে পড়েছি। রাত ৩টা থেকে সকাল ৮টা পর্যন্ত বন্দরের বাইরে রাস্তায় দাঁড়ানো। যে অবস্থা তাতে ওপারে ঢুকতে পাঁচ থেকে ছয় ঘণ্ট লাগবে।’ 

বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল আজকের পত্রিকাকে বলেন, ‘ভোরে একসঙ্গে সব পরিবহন এসে পৌঁছানোর কারণে ভিড় বেশি হচ্ছে। যাত্রীসেবা বাড়াতে ইতিমধ্যে পোর্ট ট্যাক্স অনলাইনে দেওয়া হচ্ছে। এ ছাড়া বন্দরে প্যাসেঞ্জার টার্মিনালের জন্য জায়গা অধিগ্রহণের কাজ চলছে।’

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি