হোম > সারা দেশ > খুলনা

খুলনায় ট্রেন-ট্রাক সংঘর্ষে ১ জন নিহত, সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

খুলনা প্রতিনিধি

খুলনার খানজাহান আলী থানার আফিল গেটে ট্রাকের সঙ্গে ট্রেনের ধাক্কা লাগে। ছবি: আজকের পত্রিকা

খুলনায় রেলক্রসিংয়ে আটকে পড়া ট্রাকের সঙ্গে চলন্ত ট্রেনের সংঘর্ষে একজন নিহত ও আটজন আহত হয়েছেন। আজ সোমবার রাত সোয়া ৮টার দিকে নগরীর খানজাহান আলী থানার আফিল গেটে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। সংঘর্ষের পর থেকে খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে খুলনা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম খান বলেন, রাত সোয়া ৮টার দিকে ডাউন মহানন্দ ট্রেনটি খুলনার দিকে আসছিল। এ সময় একটি ট্রাক রেললাইনের ওপর উঠে গেলে সংঘর্ষের ঘটনা ঘটে।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, আফিল গেট বাইপাস সড়ক রেলক্রসিংয়ে একটি ট্রাক উঠে পড়লে তার স্টার্ট বন্ধ হয়ে যায়। এ সময় খুলনার দিকে আসা ট্রেনটি ট্রাককে ধাক্কা দিয়ে সামনের দিকে নিয়ে যায় এবং ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এ ঘটনায় ট্রেনে থাকা যাত্রীদের অনেকে আহত হন। গুরুতর আহত বয়স্ক এক ব্যক্তিকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। আহত ওই ব্যক্তি মারা গেছেন। এ ঘটনার পর থেকে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

এদিকে রাত ১০টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের (খুমেক) হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত ইমারজেন্সি মেডিকেল অফিসার (ইএমও) আশরাফ হোসেন বলেন, এ পর্যন্ত আহত আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আনুমানিক ৬০ থেকে ৬৫ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। লাশের সঙ্গে থাকা মোবাইলে রিং এলে তাঁর স্বজনেরা হাসপাতালে আসার কথা জানিয়েছেন।

জানতে চাইলে রেলওয়ে পুলিশের খুলনা জেলা এসপি রবিউল ইসলাম বলেন, ‘ফায়ার সার্ভিস থেকে আমাকে জানানো হয়েছে, এক বৃদ্ধ মারা গেছেন।’

স্থানীয় একটি সূত্র জানায়, ঘটনার পর ট্রাক ড্রাইভার পালিয়ে গেছেন। ট্রেনচালক আহত হয়েছেন।

রাত সাড়ে ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত রেল চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু হয়েছে।

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা