হোম > সারা দেশ > যশোর

ঝড়ের কবলে পড়ে ভারতে আটক আরও ২৬ বাংলাদেশি জেলেকে ফেরত

বেনাপোল (যশোর) প্রতিনিধি

ঝড়ের কবলে পড়ে ভারত সীমান্তে ঢুকে পড়া ৯০ জন বাংলাদেশি জেলের মধ্যে আরও ২৬ জন জেলেকে আইনি প্রক্রিয়া শেষে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে প্রত্যাবাসন করা হয়েছে। গত ১ নভেম্বর ৪০ জেলেকে ফেরত পাঠানো হয়েছিল। এখনো ২৩ জেলে দেশে ফেরার অপেক্ষায় ভারতে আটক রয়েছেন।

আজ মঙ্গলবার বিকেল ৫টায় ভারতীয় ইমিগ্রেশন কার্যক্রম শেষে কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপ হাইকমিশন প্রতিনিধিরা তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে সোপর্দ করে। এ সময় কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপহাইকমিশনের দ্বিতীয় সচিব (রাজনৈতিক) শেখ মারেফাত তরিকুল ইসলাম ও রাসেল জোয়াদ্দারসহ দুই দেশের বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক ও এনজিও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফেরত আসা জেলেদের বাড়ি বরগুনা ও পিরোজপুর জেলার বিভিন্ন এলাকায়। গত ১৮ আগস্ট বঙ্গোপসাগরে ইলিশ শিকারে গিয়ে ঝড়ের কবলে পড়ে তারা ভারত সীমান্তে ঢুকে পড়লে কোস্টগার্ড পুলিশের হাতে আটক হন।

দেশে ফেরত জেলেরা জানান, জীবিকার দায়ে বঙ্গোপসাগরে ইলিশ শিকারে যায় বরগুনা ও পিরোজপুরের শতাধিক জেলে। হঠাৎ সমুদ্রে ঝড়ের কবলে পড়ে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পড়লে ভাসতে ভাসতে ভারত সীমান্তে ঢুকে পড়ে তাদের ৯০ জন। প্রায় ২০ ঘণ্টা সাগরে ভেসে থাকার পর ভারতীয় জেলেরা তাদের উদ্ধার করে কোস্টগার্ড পুলিশের হাতে তুলে দেয়। এ সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে সমুদ্রে ভেসে যাওয়া জেলেদের আটক করে ভারতীয় কোস্টগার্ড পুলিশ। আটকদের মধ্যে পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক জেলের মৃত্যু হয়।

কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপহাইকমিশনের দ্বিতীয় সচিব (রাজনৈতিক) শেখ মারেফাত তারিকুল ইসলাম জানান, ভারত-বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে দ্বিতীয় ধাপে ২৬ জন জেলের নাগরিকত্ব নিশ্চিত হওয়ার পর বাংলাদেশের কলকাতা ডেপুটি হাইকমিশনের পক্ষ থেকে তাদের দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়। এর আগে ৪০ জনকে ফেরত দেওয়া হয়েছিল। বাকিদের খুব দ্রুত ফেরত আনা হবে।

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ

সুন্দরবনে অপহৃত রিসোর্ট মালিকসহ দুই পর্যটককে উদ্ধার