হোম > সারা দেশ > যশোর

হেলমেট না থাকায় প্রাণ গেলে মোটরসাইকেল চালকের

অভয়নগর (যশোর) প্রতিনিধি

মাথায় হেলমেট না থাকায় যশোরের অভয়নগরে আসাদ শেখ (২৭) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত আসাদ শেখ উপজেলার বুইকরা গ্রামের শাহজান শেখের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুরে উপজেলার নওয়াপাড়া-মনিরামপুর সড়কে একটি ইজিভ্যানের সঙ্গে আসাদ শেখের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় আসাদ শেখের মাথা ইজিভ্যানের চাকার সঙ্গে আঘাতপ্রাপ্ত হয়। মাথায় হেলমেট না থাকায় ঘটনাস্থলে রক্তক্ষরণ শুরু হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. আলীমুর রাজিব জানান, আসাদ শেখ নামে মাথায় আঘাতপ্রাপ্ত এক রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রোববার বিকেলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। লোহার রডের সঙ্গে আঘাত লাগায় তাঁর মাথায় ক্ষত সৃষ্টি হয়েছে। 
 
নিহতের আত্মীয় সাইফুল মহলদার বলেন, আসাদের শারীরিক অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। গতকাল সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার ভোরে তাঁর মৃত্যু হয়। 

তিনি বলেন, ‘মাথায় হেলমেট থাকলে হয়তো আমার ভাইয়ের এমন মৃত্যু হতো না।’ 

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা