কুষ্টিয়ার মিরপুরে রেলব্রিজে হাঁটাহাঁটি করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে নাঈম আলী (১৫) ও ঋতু খাতুন (১৫) নামে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ৩টায় মিরপুর স্টেশন সংলগ্ন রেলব্রিজের ওপর এ ঘটনা ঘটে। এ সময় তাদের সঙ্গে থাকা সিয়াম নামের আরেক সহপাঠী গার্ডারে উঠে রক্ষা পায়।
নাঈম মিরপুর উপজেলার নওপাড়া গ্রামের আজিম আলীর ছেলে। সে মিরপুর বর্ডার গার্ড এন্ড পাবলিক হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র। আর ঋতু মিরপুর উপজেলার পাহাড়পুর গ্রামের রবিউল শাহর মেয়ে। সে মিরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
পোড়াদহ রেলওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, জিআরপি) মনজের আলী জানান, নিহত দুজন রেললাইনের ওপর দিয়ে হাঁটছিল। জিকে সেচ প্রকল্পে রেলব্রিজের ওপর দিয়ে পার হওয়ার সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তনগর রূপসা এক্সপ্রেস দ্রুতগতি এগিয়ে আসছিল। ব্রিজের ওপরেই দুজন ট্রেনে কাটা পড়ে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হবে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।