হোম > সারা দেশ > খুলনা

কুয়েট শিক্ষকের মরদেহ উত্তোলনের অনুমতি মেলেনি

খুলনা প্রতিনিধি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. সেলিম হোসেনের মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি পায়নি পুলিশ। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলা প্রশাসককে বার্তা পাঠিয়েছে খুলনা জেলা প্রশাসন। এ নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলতে আগামীকাল সোমবার খুলনা খানজাহান আলী থানা-পুলিশের দুই কর্মকর্তা কুষ্টিয়ায় যাবেন বলে জানা গেছে। 

খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস বলেন, ‘খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সেলিম হোসেনের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রহস্যর সৃষ্টি হয়েছে। ময়নাতদন্ত ছাড়া তাঁর লাশ দাফন করা হয়। রহস্যের সমাধানে তাঁর লাশ কবর থেকে উঠিয়ে পুনরায় ময়নাতদন্ত করার জন্য খুলনা মুখ্য মহানগর হাকিম আদালতে একটি লিখিত আবেদন করা হয়। তবে তাঁর মৃত্যুর ঘটনায় থানায় কোনো মামলা না হওয়ার কারণে এ ব্যাপারে আদালত সায় দেয়নি।’ এরপর খুলনা জেলা প্রশাসক বরাবর আবেদন করলে সেখান থেকে কুষ্টিয়া জেলা প্রশাসক বরাবর একটি বার্তা পাঠানো হয় বলে জানান ওসি। 

আগামীকাল সোমবার খানজাহান আলী থানার দু’জন কর্মকর্তা কুষ্টিয়া যাবেন। তাঁরা সেখানে জেলা প্রশাসকের সঙ্গে দেখা করবেন বলে জানান তিনি। 

উল্লেখ্য, ৩০ নভেম্বর দুপুর ৩টায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. সেলিম হোসেনের মৃত্যু হয়। তাঁর আকস্মিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উত্তপ্ত হয়ে ওঠে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ নয় শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার