হোম > সারা দেশ > খুলনা

এই সরকারের আমলে কোনো ধর্মের লোক নিরাপদ নয়: আলাল

খুলনা প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ‘আওয়ামী লীগ মুখে ধর্ম নিরপেক্ষতার কথা বলে। কিন্তু এই সরকারের শাসন আমলে কোনো ধর্মের লোক নিরাপদ নয়।’

তিনি উদাহরণ টেনে বলেন, ‘ঢাকার তাজিয়া মিছিলে বোমা হামলা হয়েছে, তার বিচার এই সরকার করতে পারেনি। গাইবান্ধায় সাঁওতালদের ওপর হামলা হয়েছে তারও বিচার হয়নি। রামু বৌদ্ধ বিহারে হামলা ও অগ্নিসংযোগ হয়েছে, ব্রাহ্মণবাড়িয়ায় হিন্দু সম্প্রদায়ের মানুষের ওপর নির্যাতন হয়েছে। এসব কোনো ঘটনার বিচার এই সরকার করতে পারেনি। এরা সাময়িক সুবিধা নেওয়ার জন্য মুখে ধর্মনিরপেক্ষতার কথা বলে।’

আজ বৃহস্পতিবার দুপুরে খুলনা প্রেসক্লাবে মহানগর যুবদল আয়োজিত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘হাজী সেলিম, ইসমাইল হোসেন সম্রাট, জিকে শামীমেরা জামিন পায়, মোফাজ্জেল হোসেন মায়া সাজাপ্রাপ্ত হয়েও কারাগারে যায় না। অথচ বরেণ্য আলেমেরা আজ বছরের পর বছর কারাগারে বিনা বিচারে আটক রয়েছেন। তাই সরকারের হাতে কোনো ধর্মের মানুষ নিরাপদ নয়।’

খুলনা মহানগর যুবদলের সভাপতি মাহবুব হাসান পিয়ারুর সভাপতিত্ব আলোচনা সভায় আরও বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক আব্দুল মুনায়েম মুন্না, মহানগর বিএনপির আহ্বায়ক  অ্যাডভোকেট শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান, যুগ্ম-আহ্বায়ক শেখ আবু হোসেন বাবু, জেলা যুবদলের সাবেক সভাপতি মনিরুজ্জামান মন্টু, নগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি একরামুল হক হেলাল, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন প্রমুখ। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর।

জামায়াতের কৃষ্ণের চ্যালেঞ্জ অনেক

প্রতিবেশীর বাড়ি থেকে শিশুর মরদেহ উদ্ধার: হত্যাকারীর ফাঁসির দাবিতে সড়ক অবরোধ

‘আদালতে হাজিরা দিতে এসে লাশ হয়ে ফিরলে কার কাছে বিচার চাইব’

খুলনায় জোড়া খুন: আসামিদের ভয়ে সন্ত্রস্ত পরিবার, পুলিশের মামলা অজ্ঞাতনামাদের বিরুদ্ধে

পূর্ব সুন্দরবনে অভয়ারণ্যের খালে মাছ ধরার অভিযোগে ১০ জেলে গ্রেপ্তার

গল্লামারী সেতুর নির্মাণকাজ দ্রুত সম্পন্নের দাবিতে ১ ঘণ্টা ‘অচল কর্মসূচি’

খুলনায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

খুলনায় জোড়া হত্যা: বিলুপ্ত ‘ইহুদি’ বাহিনীর সদস্য আটক

ক্ষমতায় না গিয়েও অনেকে প্রশাসনিক ক্যুর চেষ্টা করছে: জামায়াত আমির

রাষ্ট্রদ্রোহ মামলায় খুলনা বারের সাবেক সভাপতি কারাগারে