হোম > সারা দেশ > খুলনা

স্বামীর দায়ের কোপে জখম গৃহবধূ পারভিনা মারা গেলেন হাসপাতালে

যশোরের মনিরামপুরে পারিবারিক কলহের জেরে স্বামীর দায়ের কোপে গুরুতর জখমের দুই দিন পর গৃহবধূ পারভিনা বেগম (৪৫) মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল শুক্রবার রাত ১২টার দিকে তাঁর মৃত্যু হয়। গত বুধবার রাত ১১টার দিকে স্বামী উজির আলী পারভিনা বেগমকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। 

নেহালপুর ক্যাম্প পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আব্দুল হান্নান আজ শনিবার আজকের পত্রিকাকে গৃহবধূর মৃত্যু হওয়ার তথ্য নিশ্চিত করেন। 

এদিকে স্ত্রীকে কুপিয়ে জখম করার কয়েক ঘণ্টা পর স্বামী উজির আলীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। তিনি দড়ি দিয়ে শজনেগাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা পুলিশের। 

এসআই আব্দুল হান্নান বলেন, ‘স্ত্রীকে কুপিয়ে জখম করার ঘটনায় গত বুধবার রাত ২টার দিকে উজির আলীর বিরুদ্ধে থানায় হত্যাচেষ্টার মামলা করেন পারভিনা বেগমের ভাই আসাদ গাজী। এর পরই উজির আলীকে ধরতে আমরা অভিযানে নামি। কিন্তু পলাতক থাকায় তাঁকে ধরা যায়নি। পরদিন সকালে উজিরের ঝুলন্ত লাশ উদ্ধার হলে নিহতের ভাই বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।’ 

এসআই আব্দুল হান্নান আরও বলেন, ‘উজির আলীর লাশের ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর জানা যাবে তিনি কীভাবে মারা গেছেন।’ 

স্থানীয়রা জানান, তিন স্ত্রী বর্তমান থাকার পরও নেহালপুরের বালিদা গ্রামের ভ্যানচালক উজির আলী একই গ্রামের দেন আলী গাজীর মেয়ে পারভিনাকে বিয়ে করে স্থানীয় ঝাউতলা নামক এলাকায় ৯ মাস আগে একটি ভাড়া বাড়িতে ওঠেন। সেখানে কলহের জেরে গত বুধবার রাতে তিনি গাছি দা দিয়ে স্ত্রী পারভিনাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে পালিয়ে যান। পরে পারভিনা বেগমের চিৎকারে আশপাশের লোকজন এসে তাঁকে মনিরামপুর হাসপাতালে নেন। অবস্থা গুরুতর হওয়ায় ওই রাতে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্বজনেরা।

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি