হোম > সারা দেশ > যশোর

যশোরে ইটভাটায় মাটি মজুত করায় লাখ টাকা জরিমানা

চৌগাছা (যশোর) প্রতিনিধি

যশোরের চৌগাছায় ইটভাটায় মাটি মজুত করার অভিযোগে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের তানজিলা অটো ব্রিকস কর্তৃপক্ষকে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্বে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা।

আদালত সূত্রে জানা গেছে, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ওই ইটভাটা মালিককে কয়েকবার সতর্ক করে প্রশাসন। কিন্তু তারা সতর্কতা না মেনে চৌগাছা-যশোর মহাসড়কের প্রায় তিন কিলোমিটার সড়কের ওপর মাটি ফেলে যান চলাচলে বিঘ্নের সৃষ্টি করে। ফরে মাটি ফেলার কারণে বর্ষা ও শীত মৌসুমে সড়কে কাঁদা হওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটে।

এ ছাড়া ভাটার অনুমতি সীমার বেশি এলাকায় অবৈধভাবে কৃষি ও সমতল জমির বিপুল পরিমাণ মাটি জমা করে রাখা, পরিবেশ ছাড়পত্রের মেয়াদ উত্তীর্ণ হওয়া সত্ত্বেও ছাড়পত্র না নেওয়াসহ বিভিন্ন অভিযোগ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে ভ্রাম্যমাণ আদালত ইটভাটা কর্তৃপক্ষকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদণ্ড দেয়। এরপরও ভাটা কর্তৃপক্ষ জরিমানার টাকা দিতে গড়িমসি শুরু করেন। পরে কারাদণ্ডাদেশ কার্যকরের প্রস্তুতি নেওয়া হলে জরিমানার টাকা পরিশোধ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা আজকের পত্রিকাকে বলেন, ‘অনুমতি ছাড়া অবৈধভাবে সমতল ও ফসলি জমি থেকে মাটি সংগ্রহ করে মজুত করে রাখা, কাগজপত্রের মেয়াদ না থাকা, বিভিন্ন সনদের শর্ত না মানা, মাটি ফেলে যান চলাচলে বিঘ্ন ঘটানোসহ বিভিন্ন অভিযোগে এ জরিমানা করা হয়।’

তিনি আরও বলেন, ‘উপজেলার সব ইটভাটায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ ছাড়া ভাটায় অবৈধভাবে খেজুর গাছ পোড়ানো, মাটি মজুত রাখা ও কাগজপত্র না থাকা ইটভাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার