যশোরের বেনাপোলে ইজিবাইক চাপায় হুসাইন (৫) নামে এক শিশু নিহত হয়েছে। রোববার বিকেলে দুর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, নিহত শিশু হুসাইন বেনাপোল বন্দর থানার পুটখালী ইউনিয়নের বালুন্ডা গ্রামের দিনমজুর আব্দুল গফফারের ছেলে।
স্থানীয়রা জানান, শিশুটি রাস্তা পার হচ্ছিল। এ সময় দ্রুতগামী একটি ইজিবাইক শিশুটিকে চাপা দেয়। স্বজনরা শিশুটিকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে।
চালকের অসাবধানতায় শিশুটির প্রাণ গেলেও চালকের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয় জনপ্রতিনিধি জানিয়েছেন, বিষয়টি পুলিশের অনুমতি নিয়ে গ্রাম্য সালিসে মেটানো হয়েছে।
পুটখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফফার সরদার বলেন, শিশুটির বাবা অসহায়। তিনি পুলিশি কোনো ঝামেলায় জড়াতে চাননি। পুলিশকে জানিয়ে স্থানীয়ভাবে শিশুটির পরিবারকে কিছু ক্ষতিপূরণ দিয়ে বিষয়টি মিটিয়ে ফেলা হয়েছে।
এদিকে পুটখালীর বালুন্ডাতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যুর বিষয়টি জানেন না বলে জানিয়েছেন বেনাপোল বন্দর থানার ওসি মাসুন খান।
গ্রামবাসী জানিয়েছে, গ্রাম্য রাস্তায় মাটি বহনকারী ট্রাক ও ইজিবাইকসহ ছোট খাট যানবাহন নিয়ম না মেনে বেপরোয়া গতিতে চলাচল করে থাকে। এতে প্রায়ই দুর্ঘটনার শিকার হয়ে পথচারীরা গুরুতর আহত হন। এমনকি নিহতের ঘটনাও ঘটে। এ ক্ষেত্রে যদি প্রশাসনিক তৎপরতা বাড়ে তবে এমন দুর্ঘটনা কমে আসবে।