হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুষ্টিয়া থেকে খুলনা ও ফরিদপুর রুটের বাস ধর্মঘট প্রত্যাহার

কুষ্টিয়া প্রতিনিধি

নতুন ট্রিপ নিয়ে বিরোধের জেরে শ্রমিকদের ওপর হামলা ও মারধরের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কুষ্টিয়া থেকে খুলনা এবং ফরিদপুর রুটে চলমান বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনা শেষে এই সিদ্ধান্ত হয়।

কুষ্টিয়ার জেলা প্রশাসকের সভাকক্ষে কুষ্টিয়ার বাস মালিক শ্রমিকদের পাঁচটি সংগঠন নিয়ে গঠিত মালিক শ্রমিক ঐক্য পরিষদ এবং ঝিনাইদহ বাস মালিক এবং শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে আলোচনা হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী আলোচনা শেষে এই ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়।

কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) সাইদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) খাইরুল আলমসহ দুই জেলার বাসমালিক এবং শ্রমিক সংগঠনের ১৪ জন করে নেতা-কর্মী অংশ নেন। পরে জেলা প্রশাসকের অনুরোধে রমজান এবং ঈদে ঘরে ফেরা মানুষের দুর্ভোগের কথা ভেবে গত তিন দিনব্যাপী চলমান ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন কুষ্টিয়ার বাসমালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

বাসের অতিরিক্ত ট্রিপ চাওয়াকে কেন্দ্র করে ঝিনাইদহ বাসমালিক এবং শ্রমিক সংগঠনের সঙ্গে কুষ্টিয়ার মালিক এবং শ্রমিক ইউনিয়নের বিরোধের সৃষ্টি হয়। এরই জেরে গত বৃহস্পতিবার কালীগঞ্জ বাসস্ট্যান্ডে কুষ্টিয়ার বাস শ্রমিকদের ওপর হামলা-মারধরের ঘটনা ঘটে। এর প্রতিবাদে গত শুক্রবার সকাল থেকে কুষ্টিয়া থেকে খুলনা এবং ফরিদপুর রুটে বাস চলাচল বন্ধ করে দেয় কুষ্টিয়ার মালিক এবং শ্রমিকদের পাঁচটি সংগঠন।

এ বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া জেলা প্রশাসক সাইদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বাস ধর্মঘটের বিষয়ে কুষ্টিয়া মালিক-শ্রমিক ঐক্য পরিষদকে নিয়ে আমাদের বৈঠক হয়। আজ বেলা সাড়ে ১১টার দিকে আলোচনা শেষে বাস ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। যেসব বিষয়ে জটিলতা সৃষ্টি হয়েছিল, সেগুলো পরবর্তী সময়ে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।’

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ

সুন্দরবনে অপহৃত রিসোর্ট মালিকসহ দুই পর্যটককে উদ্ধার