হোম > সারা দেশ > খুলনা

বাগেরহাটে সন্ত্রাসী হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ শিক্ষার্থী আহত

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে সন্ত্রাসী হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন শিক্ষার্থী আহত হয়েছেন। আজ রোববার সকালে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন আহত শিক্ষার্থী ও তাঁদের সতীর্থরা।

আহত শিক্ষার্থীরা হলেন, এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের তানজিব রাদ, বাংলাদেশ ইউনিভার্সিটির ঋত্বিক রায়হান ও পিসি কলেজের মো. ফারদিন। 

সংবাদ সম্মেলনে আহত শিক্ষার্থী ঋত্বিক রায়হান বলেন, ‘৯ আগস্ট বিকেলে বাগেরহাট শহরের পৌর পার্কে তানজিব রাদ, সাদমান ইসরাক রাইয়ান, মো. ফারদিনসহ আমরা কয়েকজন বসেছিলাম। এ সময় বাসাবাটি এলাকার কয়েকজন বখাটে আমাদের উদ্দেশে কুরুচিপূর্ণ মন্তব্য করতে থাকে। একপর্যায়ে তারা আমাদের ওপর হামলা করে। আমরা প্রতিরোধ গড়লে ওরা চলে যায়।’

ঋত্বিক রায়হান আরও বলেন, ‘কিছুক্ষণ পর রড ও লাঠি নিয়ে ১০-১২ জন সন্ত্রাসী এসে আমাদের ওপর হামলা চালায়। এর মধ্যে বাসাবাটি এলাকার বাবু, রনি, রাকিব, শামীম, জুয়েল, সজীব ওরফে গ্যাস সজীব, সজীব ওরফে কালা সজীবকে আমরা চিনতে পেরেছে। হামলাকারীরা এখনো এলাকায় ঘুরে বেড়াচ্ছে। আমরা এই ন্যক্কারজনক হামলার বিচার চাই।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন খান আল মামুন, রেজওয়ান শরিফ রাজু, খানমাহাদী বিল্লাহসহ বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার