হোম > সারা দেশ > খুলনা

আমগাছ থেকে চতুর্থ শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

তেরখাদা (খুলনা) প্রতিনিধি

বাড়ির পাশের আমগাছ থেকে চতুর্থ শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারসহ স্থানীয়দের দাবি শিশুটি আত্মহত্যা করেছে। তবে পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদনের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। 

আজ শনিবার সকালে খুলনা জেলার তেরখাদা উপজেলায় পান তিতা (হাওর) নামক এলাকায় এ ঘটনা ঘটেছে। 

মৃত শিশুর নাম মোছা. মুন্নি আক্তার (১২)। নিহত মুন্নি আক্তার একই এলাকার মোশারফ শেখের মেয়ে। সে পান তিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। 

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল ৯টার সময় শিশুকে বাড়িতে না পেয়ে তার সৎ মা তাকে অনেক খোঁজাখুঁজি করতে থাকে। পরে আশপাশের লোকজন সকাল ১০টার দিকে বাড়ির পাশে জুলু মোল্যার বাগানে আম গাছের সঙ্গে নিজের ওড়না গলায় পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তেরখাদা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। 

এদিকে শিশুটি মানসিক প্রতিবন্ধী ছিল এবং এর আগে সে কাউকে কিছু না বলে বিভিন্ন খানে চলে যেত বলে জানান স্থানীয়রা।

এ বিষয়ে তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) এই ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরে মৃত্যুর আসল কারণ জানা যাবে এবং সে অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা