হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুষ্টিয়ায় ঘুমন্ত কৃষককে কুপিয়ে হত্যা

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে রবিউল ইসলাম (৪৮) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত ২টার দিকে উপজেলার নওদা খাদিমপুর এলাকার নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। তবে কে বা কারা কেন এই ঘটনা ঘটিয়েছে, তা জানা যায়নি।

নিহতের বড় ভাই ইসমাইল হোসেন বলেন, ‘আমার ভাই রাতে ঘরে ঘুমিয়েছিলেন। রাত সাড়ে ১২টার দিকে ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে এক মুখোশধারী। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। কী কারণে কে তাঁকে হত্যা করেছে তা বলতে পারছি না। হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি।’

জানা গেছে, রবিউলকে কুপিয়ে জখম করার পর তাঁর স্ত্রীর চিৎকার শুনে প্রতিবেশীরা গিয়ে গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ভোর সাড়ে ৬টার দিকে তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, রবিউল ইসলামকে কুপিয়ে হত্যার ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এ বিষয়ে জানতে চাইলে মিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক আজকের পত্রিকাকে বলেন, গত রাতে রবিউল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। কে বা কারা তাঁকে হত্যা করেছে তা উদ্‌ঘাটনের চেষ্টা চলছে।

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা