যশোরের মনিরামপুরে গাছের সঙ্গে ইজিবাইকের ধাক্কা লেগে ৪ কিশোর আহত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ডাঙ্গামহিষদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। খবর পেয়ে মনিরামপুর ফায়ার স্টেশনের কর্মীরা তাদের উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহতরা হলেন, উপজেলার মুন্সি খানপুর গ্রামের রেজাউল করিমের ছেলে জাহিদ হোসেন (১৫), শেখপাড়া খানপুর গ্রামের টিপু সুলতানের ছেলে মাজহারুল ইসলাম (১৯), একই গ্রামের মুনসুর বিশ্বাসের ছেলে মাসুদ রানা (১২) ও মিজানুর রহমানের ছেলে নয়ন হোসেন (১৫)।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিনদুপুরে ৫ / ৬ কিশোর ইজিবাইক ভাড়া করে ঘুরতে যাচ্ছিল। তারা ডাঙ্গামহিষদিয়া এলাকায় পৌঁছালে ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে।
মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক অনুপ বসুর বরাত দিয়ে ওয়ার্ডবয় আশীষ দাস বলেন, আহতদের মধ্যে জাহিদ ও মাজহারুল হাসপাতালে ভর্তি আছেন। বাকি দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে।